হ্যান্ডবলে চ্যাম্পিয়ন সেন্ট গ্রেগরি ও ভিকারুননিসা
স্কুল হ্যান্ডবলের বালক বিভাগে সেন্ট গ্রেগরি হাইস্কুল এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতায় দুই দলেরই ততোধিকবার শিরোপা জেতার রেকর্ড রয়েছে।
আজ মঙ্গলবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বালক বিভাগের ফাইনালে সেন্ট গ্রেগরি ৩৫-২৪ গোলে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জেতে। অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ১২-৬ গোলে সানিডেল স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বিজ্ঞাপন
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নাহিম রাজ্জাক এমপি। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক পোলারের উর্ধ্বতন কর্মকর্তা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এজেড/এইচএমএ