সেন্ট্রাল গার্লস ও বয়েজ স্কুল হ্যান্ডবলের দ্বিতীয় রাউন্ডে
স্কুল হ্যান্ডবলের প্রথম রাউন্ড পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বালক ও বালিকা দুই বিভাগের ১২টি দল। সেন্ট্রাল গভঃ বালক ও বালিকা উভয় স্কুল দ্বিতীয় রাউন্ডে উঠেছে। বালক বিভাগের অন্যদলগুলো হলো সানিডেল স্কুল, মাইলস্টোন কলেজ, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও সেন্ট গ্রেগরি হাই স্কুল।
অন্যদিকে বালিকা বিভাগে দ্বিতীয় বিভাগে ওঠা দলগুলো হলো ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, সানিডেইল স্কুল, কদমতলা পূর্ব বাসাবো স্কুল এবং মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।
বিজ্ঞাপন
বালক এবং বালিকা উভয় বিভাগে ছয়টি দল দুই গ্রুপে খেলবে। তিন দলের গ্রুপে দু’টি করে ম্যাচ হবে। দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনালে খেলবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট।
এজেড/এনইউ