কোনিয়ায় বাংলাদেশের সুন্দর এক দিন
কোনিয়া শহরে সকাল থেকেই রোদ হাসে। আরচ্যারি মাঠে আজ হেসেছে বাংলাদেশ। কম্পাউন্ড নারী বিভাগে ফাইনাল নিশ্চিত হওয়ার পর দিনটি ভালোই কেটেছে বাংলাদেশের।
বাংলাদেশের প্রথম দিন সম্পর্কে জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, ‘সকালে রিকার্ভে রোমানরা দশের বাইরে ছিল। এজন্য আমি খুশি নই। তবে বিকেলে দিয়ারা ভালো করেছে।’
বিজ্ঞাপন
বাংলাদেশ ইসলামিক সলিডারিটি গেমসে নারী কম্পাউন্ড দলগত ইভেন্টে পদক নিশ্চিত করেছে। এ পদক জয়ে তেমন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় উচ্ছ্বসিত নন তিনি। বললেন, ‘আমি লড়াই করেই পদক জিততে চাই। আমাদের আরচ্যাররা এজন্য প্রস্তুত। অন্য দেশের আরচ্যারদের সংখ্যা কম হওয়ায় আমরা বিনা এখন সরাসরি স্বর্ণের জন্য খেলব ।’
আগামীকাল বাংলাদেশ রিকার্ভ ও কম্পাউন্ড ব্যক্তিগত খেলায় অংশ নেবে। চার ইভেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আরচ্যারিতে আরও পদক পাবে কি না, এটা আগামীকাল জানা যাবে। বাংলাদেশের ১২ জন আরচ্যারই এলিমেনেশন রাউন্ডে খেলবেন।
পরশু দিন অনুষ্ঠিত হবে রিকার্ভ, কম্পাউন্ড ও মিশ্র দলগত ইভেন্টের খেলা। দলের সংখ্যা কম হওয়ায় দলগত ইভেন্টের ফাইনাল সেদিনই অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট গেমসের শেষ দিন হবে ব্যক্তিগত ইভেন্টের স্বর্ণের লড়াই।
এজেড