মুসলিম দেশগুলোর শীর্ষ ছয়ে ইমরান
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবার নজর ছিল ইমরানের দিকে। ইমরান তার সেরাটাই দিয়েছেন। দৌড়ে প্রথম ৩০-৪০ মিটারে প্রথম চার জনের মধ্যে থাকলেও শেষ ২০ মিটারে পিছিয়ে পড়েন। ১০০ মিটার ফাইনালে তিনি ১০.১৭ সেকেন্ড নিয়ে শেষ করেন। সাত প্রতিযোগির মধ্যে তিনি ষষ্ঠ হন।
সেমিফাইনালের হিটের মতো ফাইনালেও খানিকটা নাটকীয়তা। প্রথমবার ৫০ মিটার দৌড়ানোর পর আবার দৌড় শুরুর নির্দেশ। পুনরায় দৌড় শুরুর সময় তুরস্কের দৌড়বিদ ফলস স্টার্টিংয়ে বাদ পড়েন। পুনরায় দৌড়ে ইমরান মাঝ পর্যায় পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষে আর পেরে উঠেননি।
বিজ্ঞাপন
আইভরিকোস্টের সিসে ৯.৮৯ সেকেন্ড দৌড়ে গেমসের রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন। রৌপ্য ও ব্রোঞ্জ জয়ীদের টাইমিং ৯.৯৫ ও ৯.৯৯। ইরানের প্রতিযোগি ১০.০২ সেকেন্ড দৌড়ে চতুর্থ। ইমরান এর চেয়েও ০.০১ সেকেন্ড কম করেছিলেন গতকালের হিটে।
ইমরান গতকালের টাইমিং আজ করতে পারেননি। বাতিল হওয়া হিটে তিনি খুব বাজে দৌড়েছিলেন (১০.২২)। পুনরায় হওয়ার হিটে আবার নিজেকে ফিরে পেয়েছিলেন (১০.০৬)। পুনরায় হিটের এক ঘণ্টার মধ্যেই ফাইনালে তিনি আবার ১০.১৭ সেকেন্ড করেন।
এজেড/এইচএমএ