উশুতে পদ্মা সেতুর আবহ
২৫ জুন বহুল আকাঙ্খিত পদ্মা সেতু উদ্বোধন হবে। পদ্মা সেতু এখন দেশের জনগণের চিন্তা-চেতনা ও আলোচনার অন্যতম অংশ। ক্রীড়াঙ্গনেও পদ্মা সেতুর আবহ তৈরি করতে চায় বাংলাদেশ উশু ফেডারেশন।
তিন বছর পর অনুষ্ঠিত হচ্ছে বঙ্গমাতা গাজী গ্রুপ জাতীয় নারী উশু চ্যাম্পিয়নশিপ। শুক্রবার ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুই দিন ব্যাপী প্রতিযোগিতায় সার্ভিসেস, সংস্থা, জেলা ও বিভাগীয় দলের দুই শতাধিক নারী উশুকারা অংশ নেবেন।
বিজ্ঞাপন
সাংগঠনিক কমিটির সহ-সম্পাদক লায়ন খন্দকার মো. সেলিম বলেন, ‘২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। তাই আমরা মহিলা ক্রীড়া কমপ্লেক্সের ভেতরে ও বাইরে আমাদের গর্ব পদ্মা সেতুর আবহ তৈরি করব। প্রতিযোগিতাস্থলে গেট, ব্যানার, ফেস্টুন এবং বিজয়ীদের সনদের স্বপ্নের পদ্মা সেতুকে ফুটিয়ে তোলা হবে।’
টুর্নামেন্ট উপলক্ষ্যে ৫১ সদস্য বিশিষ্ট একটি সাংগঠনিক কমিটি এবং ১৫টি সাব কমিটি গঠন করা হয়েছে।
সবশেষ জাতীয় নারী উশু অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উশু ফেডারেশনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে নারী উশুকাদের পদক জয়ের ধারা বাড়াতেই আমাদের আলাদা করে এই টুর্নামেন্টের আয়োজন। আশাকরি আমাদের এই প্রয়াস বৃথা যাবে না।’
এজেড/এটি/এনইউ