ইরাকের সোলায়মানিয়ায় আজকে বাংলাদেশের দিনটি ভালো যায়নি। তিন ইভেন্টে সম্ভাবনা ছিল স্বর্ণ জেতার। তিনটিতেই রুপা জিতে সন্তুষ্ট থাকতে হয়েছে। সকালে দুই ইভেন্টে রুপা জেতেন রোমান-দিয়ারা। বিকেলে ছিল রিকার্ভ ব্যক্তিগত ইভেন্ট।

দলীয় ইভেন্টের পর ব্যক্তিগত ইভেন্টেও ব্যর্থ হয়েছেন রোমান সানা। ভারতের আরচ্যার মৃণাল চৌহানের সঙ্গে ৬-২ সেটে হেরেছেন রোমান। প্রথম সেটে রোমান ২৬-২৮ পয়েন্টে হেরে যান। পরের দুই সেট ড্র করেন। চতুর্থ সেটে রোমান খুব খারাপ করেন। ত্রিশের মধ্যে তিনে করেন মাত্র ২৫ আর ভারতীয় আরচ্যার করেন ২৯। চতুর্থ সেটেই ৬-২ ব্যবধান হয়ে যাওয়ায় আর পঞ্চম সেটের প্রয়োজন হয়নি। 

বিকেলে রিকার্ভ নারী ব্যক্তিগত ইভেন্টের ব্রোঞ্জ লড়াই ছিল দিয়া সিদ্দিকী ও বিউটি রায়ের মধ্যে। অল বাংলাদেশি ব্রোঞ্জ লড়াইয়ে দিয়া সিদ্দিকী ৭-১ সেট পয়েন্টে বিউটি রায়কে হারান। চার সেটের মধ্যে বিউটি কোনোটিতেই জিততে পারেননি। একটিতে ড্র করেন মাত্র। 

বাংলাদেশ এবারের এশিয়া কাপ আরচ্যারিতে কোনো স্বর্ণ জিততে পারেনি। চারটি রৌপ্য ও ব্রোঞ্জ জিতে এই টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ।

এজেড/এনইউ/এটি