দুই আন্তর্জাতিক মাস্টারের কাছে হার রিফাত-নিয়াজের
প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে আবার হোঁচট খেয়েছে পাঁচ গ্র্যান্ডমাস্টার সম্বলিত দল সাইফ স্পোর্টিং ক্লাব। আজ (বৃহস্পতিবার) অষ্টম রাউন্ডে নিয়াজ মোর্শেদ-রিফাত বিন সাত্তারের সাইফ লিওনাইন চেস ক্লাবের সঙ্গে ২-২ গেম পয়েন্টে সাথে ড্র করে। লিওনাইন চেস ক্লাবের মোঃ আবজিদ রহমান ও ভারতীয় আন্তর্জাতিক মাস্টার অরন্যক ঘোষ যথাক্রমে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারকে পরাজিত করেন।
বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার হারলেও সাইফ স্পোর্টিং ক্লাবের ইরানী ও জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার লিওনাইন চেস ক্লাবের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার শ্রীজিৎ পল ও মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীনকে পরাজিত করেন।
বিজ্ঞাপন
এই ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলে সাইফ বিমান ও পুলিশের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে পড়েছে। আট রাউন্ড শেষে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ বিমান পূর্ণ ১৬ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে। ১৩ পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাব দ্বিতীয় স্থানে। আগামীকাল নবম রাউন্ডে সাইফের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। এই রাউন্ডে সাইফ পয়েন্ট হারালে শিরোপা জয়ের সুযোগ আর থাকবে না।
সাইফ পয়েন্ট হারালেও অষ্টম রাউন্ডে নিজ নিজ খেলায় জিতেছে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী। পুলিশ ৪-০ গেম পয়েন্টে তিতাস ক্লাবকে ও বাংলাদেশ বিমান ২.৫-১.৫ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ পুলিশের পক্ষে গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, ভারতীয় গ্র্যান্ড মাস্টার ডি, গুকেশ ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান যথাক্রমে শাহিন চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওন, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার আদিত্য মিত্তাল ও ভারতীয় আন্তর্জাতিক মাস্টার ভি প্রনবকে পরাজিত করেন। বাংলাদেশ পুলিশের ভারতীয় গ্র্যান্ড মাস্টার এরিগাসি অর্জুন শাহিন চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার এস, এম, স্মরনের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।
বাংলাদেশ বিমানের ভারতীয় গ্র্যান্ড মাস্টার অভিমান্যু পৌরনিক উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার ভারত সুভ্রমনিয়মকে পরাজিত করেন। বাংলাদেশ বিমানের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ভারতীয় গ্র্যান্ড মাস্টার মিত্রভা গুহ ও ক্যান্ডিডেট মাস্টার নাইম হক যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, ভারতীয় ফিদে মাস্টার নীতিশ বেলুরকার ও ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়ামের সাথে ড্র করেন।
এজেড/এমএইচ