বিশ্বকাপ নিশ্চিত করায় খেলোয়াড়দের সংবর্ধনা, বিসিবিকে পাশে চায় হকি
অনূর্ধ্ব-২১ হকি দল যুব বিশ্বকাপ নিশ্চিত করেছে। যেকোনো পর্যায়ের হকিতে এটাই বাংলাদেশের প্রথম বিশ্বকাপে খেলা। হকি ফেডারেশন বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল ওমান থেকে ঢাকায় ফেরার পরের দিনই তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা দিয়েছিল। আজ দুপুরে বিমান বাহিনী ঘাটি কুর্মিটোলাতে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপে উঠা দলের প্রতি খেলোয়াড়, কোচ, ফিজিও এবং ম্যানেজারকে ৫০ হাজার টাকা আর্থিক পুরষ্কার দিয়েছে হকি ফেডারেশন। অনূর্ধ্ব-২১ নারী হকি দলকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান বিসিবিসহ সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। যাদের সাহায্যে যুবদলের প্রশিক্ষণ এবং বিদেশে দল পাঠানো সহজ হয়েছিল। সভাপতি তার বক্তব্যে খেলোয়াড়দের খেলার প্রতি আরো মনোযোগী এবং ভালো খেলতে অনুপ্রেরণা দেন। তিনি বলেন, 'দেশের জন্য খেলা একটি বিরাট অর্জন এবং আজকের এই সংবর্ধনাকে সামনে রেখে তোমরা সবাই আরো ভালোভাবে প্রশিক্ষণ করো এবং দেশের নাম আরো উচু কর।'
বিজ্ঞাপন
চলতি বছর ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে যুব হকি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে ফেডারেশন পাঁচ থেকে ছয় মাস প্রশিক্ষণের পরিকল্পনা করছে ফেডারেশন। এই দীর্ঘমেয়াদী ক্যাম্পের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তার প্রত্যাশা করছে হকি ফেডারেশন।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তার বক্তব্যে বলেন, 'তোমরা আমাদের অ্যাম্বাসেডর তোমরা যখন বিদেশে যাও তখন তোমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করো এবং তোমাদের খেলা এবং আচার ব্যবহার আমাদের দেশকে প্রতিনিধিত্ব করে।'
নব্বই দশক পর্যন্ত বিসিবির আর্থিক অবস্থা ছিল নাজুক। গত দুই দশকে বিসিবি অর্থ-প্রাচুর্য্যে ভরপুর। বিসিবির স্থায়ী আমানতই এখন প্রায় হাজার কোটি টাকা। অন্য ফেডারেশন নানা সময় আর্থিক সংকটে ভোগে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশের অন্য সম্ভাবনাময় খেলায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে.কর্ণেল রিয়াজ (অব) এতে আশ্বানিত হয়ে বলেন, 'যুব এশিয়া কাপের সময় বিসিবি আর্থিক সাহায্য করেছিল। আমরা আশা করছি যুব বিশ্বকাপের প্রস্ততি ও অংশগ্রহণের সময়ও বিসিবিকে পাশে পাব।'
এজেড/এইচজেএস