মাওলানা ভাসানী স্টেডিয়ামে প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকিতে চমক দেখিয়েছে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সার্ভিসেস সংস্থা ও বিকেএসপির বাইরে খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত এই দল ৪-৩ গোলে বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়েছে।

সাতজন জাতীয় খেলোয়াড় রয়েছেন বিমানবাহিনীর হকি দলে। হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদে জাতীয় দলের ফরেয়ার্ড পুস্কর খীসা মিমো, হাসান জুবায়ের নিলয়, মিডফিল্ডার প্রিন্স লাল সামন্ত এবং জাতীয় যুব হকি দলের প্রতিশ্রুতিশীল বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন। পারফেক্ট টিমওয়ার্কে মিমোরা শেষ পর্যন্ত হাসেন বিজয়ের হাসি। 
 
প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। ১৭ মিনিটে রাকিবুল হাসান রকির দুর্দান্ত ফিল্ড গোলে এগিয়ে যায় বিমানবাহিনী। এশিয়ান জুনিয়র হকিতে শীর্ষ ফর্মে থাকা আমিরুল ইসলাম ৩৩  মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতা আনেন।

এর দুই মিনিট পর হাসান জুবায়ের নিলয় হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদকে এগিয়ে দেন। ৪২ মিনিটে আব্দুল আলিমের গোলে লীড দাড়ায় ৩-১। আরশাদ হোসেন ৪৪ মিনিটে বিমান বাহিনীর দ্বিতীয় গোল করে স্কোর লাইন ৩-২ করেন।

খেলার শেষ তিন মিনিট ছিল বেশ রোমাঞ্চকর। ৫৭ মিনিটে আবদুল আলিমের দ্বিতীয় গোলে ঐক্য পরিষদ ৪-২ এগিয়ে যায়। ৫৯ মিনিটে বিমানবাহিনীর সোহানুর রহমান সবুজ তৃতীয় গোল করেন।

এর কয়েক সেকেন্ড পরেই ম্যাচ শেষের বাশি বাজায় জয় উৎসবে মাতে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ।

এজেড/টিএম