আশরাফুলের ৫ গোলে ভাঙল হকির ‘আড়মোড়া’
এপ্রিলের পর থেকে মওলানা ভাসানী স্টেডিয়ামে হকি প্রতিযোগিতা আর নেই। সাত মাস পর আবার হকি টার্ফে ফিরেছে। বিজয় দিবস হকির উদ্বোধনী ম্যাচে নৌবাহিনী ৮-২ গোলে বিকেএসপিকে হারিয়েছে। নৌবাহিনীর পক্ষে আশরাফুল একাই পাঁচ গোল করেছেন।
বাংলাদেশ হকির বর্তমান সেরা পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল ইসলাম। ম্যাচের ১, ১০, ২৬, ২৭ ও ৪১তম মিনিটে আশরাফুল গোল করেন। আশরাফুল ইসলাম স্কুপ, প্লেসিংয়ের সমন্বয়ে পাঁচটি গোল করেন। ম্যাচের বাকি তিন গোলের মধ্যে রাসেল মাহমুদ জিমি, ফজলে হোসেন রাব্বি ও মাহবুব হোসেন একটি করে গোল করেন।
বিজ্ঞাপন
নৌবাহিনীতে জাতীয় হকি দলের ৯ খেলোয়াড় রয়েছেন। তারকাখচিত দলের বিপক্ষে বিকেএসপির শিক্ষার্থীরা যথাসাধ্য লড়াইয়ের চেষ্টা করেছেন। দ্বিতীয় কোয়াার্টারে সাত মিনিটের মধ্যে দুটি গোল করে বিকেএসপি। তানভীর রহমান সিয়াাম ১৭ এবং হুজাইফা হুসাইন ২৪তম মিনিটে দুই গোল করলে স্কোরলাইন ৩-২ হয়। এরপর আর খেলায় ফিরতে পারেনি বিকেএসপি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন। এনএসসির সচিব মো: আমিনুল ইসলাম, বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্নেল (অব.) রিয়াজুল হাসানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এজেড/এইচজেএস