উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। আগের আসরের দুই ফাইনালিস্ট রিয়াল ও বরুশিয়া ডর্টমুন্ড গতকাল (মঙ্গলবার) আরেকটি রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয়। যেখানে দ্বিগুণ লিড নেওয়ার পর পাঁচ গোল হজম করে বড় ব্যবধানে হেরেছে ডর্টমুন্ড। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল সেই ম্যাচের পর জোড়া দুঃসংবাদ পেয়েছে। তাদের সামনে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে এল ক্লাসিকো।

আগামী ২৭ অক্টোবর (রোববার) লা লিগায় স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হবে। তার আগে চোটের ধাক্কা লেগেছে রিয়াল শিবিরে। গতকালের ম্যাচে চোট পেয়ে উঠে গিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। এবার জানা গেল বার্সেলোনা ম্যাচে তিনি থাকছেন না। একইভাবে বাঁ-পায়ের পেশিতে চোটের কারণে সেদিন প্রধান গোলরক্ষক থিবো কোর্তোয়াকেও পাচ্ছে না লস ব্লাঙ্কোসরা।

ডর্টমুন্ডের বিপক্ষে ৫-২ গোলে জয়ের পরই এই দুঃসংবাদ পেয়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচটিতে দুর্দান্ত নৈপুণ্য দেখানো আরেক ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র হ্যাটট্রিকও পেয়েছেন। এর আগে ম্যাচের ৮৩তম মিনিটে পায়ে ব্যথা অনুভব করায় উঠে যান রদ্রিগো। যদিও সেই সময় তার বাড়ানো দারুণ এক পাস ধরেই লুকাস ভাজকেস ৩-২ গোলে এগিয়ে দেন রিয়ালকে। দল যখন উদযাপনে মাতলো, তখন ব্যথা নিয়ে সাইডলাইন ধরে ডাগআউটে ফেরেন এই রিয়াল তারকা।

পরবর্তীতে তার ঊরুতে চোটের তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে রদ্রিগোর চোট কতটা গুরুতর সেটি জানা যাবে আগামীকাল (বৃহস্পতিবার) এমআরআই স্ক্যান করানোর পর। এতটুকু নিশ্চিত যে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তার এল ক্লাসিকোয় খেলা হচ্ছে না। ফলে তার জায়গায় উন্নীত হতে পারেন জ্যুড বেলিংহ্যাম। সঙ্গে থাকবেন ভিনিসিয়ুস ও কিলিয়ান এমবাপে। এ ছাড়া মিডফিল্ডে হয়তো জায়গা বদল হতে পারে এদুয়ার্দো কামাভিঙ্গা কিংবা অঁরেলিয়ে চুয়ামেনিদের।

অন্যদিকে, গোলবারে নিজেদের বড় ভরসা কোর্তোয়ার না থাকাটাও বড় ধাক্কা রিয়ালের জন্য। কুঁচকিতে চোটের কারণে তিনি দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। যা নিঃসন্দেহে আনচেলত্তির জন্য বড় চিন্তার কারণ। বার্সেলোনা ম্যাচের পরই রিয়াল ২ নভেম্বর ভ্যালেন্সিয়া, এর তিনদিন পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে এসি মিলান এবং ৯ নভেম্বর লা লিগায় ওসাসুনার বিপক্ষে খেলবে। অর্থাৎ এসব ম্যাচে কোর্তোয়াকে না পাওয়ার সম্ভাবনা বেশি রিয়ালের।

এর আগের মৌসুমেও এসিএল ইনজুরির কারণে প্রায় পুরোটা সময় সাবেক এই বেলজিয়াম তারকাকে পায়নি রিয়াল। সে সময় গোলবার সামলানো আন্দ্রে লুনিন আবারও একাদশে ফিরবেন কোর্তোয়ার ইনজুরির কারণে। লা লিগায় বর্তমানে বার্সেলোনার চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে আছে লা লিগায়। ১০ ম্যাচে তাদের পয়েন্ট২৪, সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ২৭।

এএইচএস