৪ সেপ্টেম্বর সাবেক হকি খেলোয়াড় ও তৃণমূলের কোচ মো. ফজলু ইন্তেকাল করেন। তার আকস্মিক বিদায়ে আরমানিটোলা স্কুলে ফজলু হকি একাডেমির পথচলা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। পরবর্তীতে পুরান ঢাকার সাবেক হকি খেলোয়াড় ও সংগঠকরা হাল ধরায় এখনও সচল রয়েছে ফজলুর হকি একাডেমি। 

পূজা উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে চলছে সপ্তাহ খানেকের ছুটি। এই ছুটির মধ্যে আরমানিটোলা স্কুলে ওস্তাদ ফজলু হকি একাডেমির ব্যবস্থাপনায় এক সপ্তাহের হকি প্রশিক্ষণ পাঠশালা শুরু হয়েছে। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় জামাল হায়দার, সাবেক অধিনায়ক মাকসুদ আলম হাবুল, আন্তর্জাতিক আম্পায়ার সেলিম লাকী প্রশিক্ষণ দেন সেখানে। এক সপ্তাহের এই বিশেষ প্রশিক্ষণের কারণ সম্পর্কে আম্পায়ার সেলিম লাকী বলেন, ‘এখন স্কুল ছুটি, ফলে এক সঙ্গে অনেক স্কুলের শিক্ষার্থী শিখতে পারবে। এজন্যই এই আয়োজন।’

৪ সেপ্টেম্বর ফজলু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ৭ সেপ্টেম্বর থেকেই ফজলু হকি একাডেমি আবার প্রশিক্ষণ শুরু হয়েছে। সকাল-বিকেল দুই বেলা অনুশীলন হয়। ফজলুর একাডেমি চালিয়ে যাওয়ার প্রত্যয় লাকীর কণ্ঠে,‌ ‘যারা ডে শিফটে পড়ে তারা সকালে, আর যারা সকালে পড়ে তারা বিকেলে হকি শেখে আরমানিটোলা স্কুলে। নিয়মিত হকি শেখার মধ্যে আরমানিটোলা ও আহমেদ বাওয়ানীর শিক্ষার্থীই বেশি।’

ফজলুর হাত ধরে বাংলাদেশের অনেক তারকা খেলোয়াড়ের জন্ম হয়েছে। একেবারে সাধারণ জীবনযাপন করতেন সাবেক এই হকি খেলোয়াড়। হকি শেখানোই যেন তার আনন্দ এবং জীবিকা। ফজলুর অকাল মৃত্যু বাংলাদেশের হকির জন্য বড় ধাক্কা।

এজেড/এএইচএস