ফাইল ছবি

বাংলাদেশের হকি এখন আলোচনায় নিষেধাজ্ঞা ইস্যুতে। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে ফেডারেশন নতুন চমক দিয়েছে। বাংলাদেশ হকির পরিচিত মুখ ও অন্যতম সুহৃদ জার্মান কোচ গেরহার্ড পিটার। জাতীয় দল, মোহামেডান ও মেরিনার্সের সাবেক এই কোচ আবার বাংলাদেশের হকিতে কাজ করতে আসছেন। এবার বাংলাদেশ হকি ফেডারেশন তাকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিচ্ছে। 

গত শনিবার বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় আসন্ন জুনিয়র হকি দলের সিঙ্গাপুর সফর আর্থিক কারণে অনিশ্চয়তার কথা বলেছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। এমন মন্তব্যের তিনদিন পরেই হকি ফেডারেশন পিটারকে টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগের খবর প্রকাশ করেছে। বাংলাদেশ হকিতে বিদেশি কোচ কাজ করলেও টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কোনো বিদেশি কাজ করেননি ইতোপূর্বে। 

পিটারের বাংলাদেশ হকি সম্পর্কে সম্যক ধারণা রয়েছে। নতুন দায়িত্বে তাকে জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলের দীর্ঘমেয়াদী অনুশীলনের দায়িত্ব দেওয়া হচ্ছে। পিটারের চুক্তি, কার্যপরিধি ও নানা বিষয় আগামীকাল আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে উপস্থাপন করবে ফেডারেশন। কর্মকর্তাদের পাশাপাশি পিটারও সেখানে উপস্থিত থাকবেন। 

এজেড/এএইচএস