আম্পায়ারিং-রেফারিং বরাবরই থ্যাঙ্কসলেস জব। বিশেষ করে বাংলাদেশের হকিতে আম্পায়াররা উপেক্ষিত। নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের আম্পায়ারিংয়ে লাকি নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। ইউরোপে, আফ্রিকায় প্রথম বাংলাদেশি হিসেবে আম্পায়ারিং, এশিয়ার বিশেষ টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ সহ ইতোমধ্যে ক্যারিয়ারে অনেক কীর্তি গড়েছেন সেলিম লাকী। 

আজ মালয়েশিয়ায় করেছেন প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ৫০ ম্যাচ পরিচালনার রেকর্ড। বাংলাদেশের অন্য কোনো হকি আম্পায়ার এই মাইলফলক স্পর্শ করতে পারেননি।

মঙ্গলবার মালয়েশিয়ার আজলান শাহ টুর্নামেন্টে নিউজিল্যান্ড-কোরিয়া ম্যাচে আম্পায়ারিং করেছেন। লাকীর মাইলফলক ম্যাচে সম্মান দিয়েছে মালয়েশিয়ান হকি ফেডারেশন, ‘খেলা শুরুর মুহূর্তে মাইকে ঘোষণা হয়েছে আম্পায়ার লাকির ৫০ তম ম্যাচ। খেলোয়াড়, দর্শক সবাই করতালি দিয়ে অভিবাদন জানিয়েছে। আমি খুবই গর্বিত বোধ করেছি।’

লাকির বিশেষ এই ম্যাচে অবশ্য ভোগান্তিও হয়েছে। খেলা শুরুর মিনিট দুইয়ের মধ্যে বৃষ্টির বাগড়া। দেড় ঘন্টা বৃষ্টির জন্য খেলা স্থগিত ছিল। পরবর্তীতে খেলা মাঠে গড়ালে নিউজিল্যান্ড জয় নিয়ে মাঠ ছাড়ে। 

ক্যারিয়ারে ৫০ তম ম্যাচে এসে সেলিম লাকী নিজের স্মরণীয় আম্পায়ারিং ম্যাচ সম্পর্কে বলেন, ‘হকিতে ভারত-পাকিস্তান ম্যাচের মর্যাদা ও গুরুত্ব ভিন্ন রকম। ২০১৬ সালে গৌহাটি এসএ গেমসে ঐ ম্যাচ পরিচালনা আমার ক্যারিয়ারের বড় স্মরণীয় ম্যাচ।’

আন্তর্জাতিক হকিতে আম্পায়াররা ৪৭ বছর পর্যন্ত আম্পায়ারিং করতে পারেন। লাকীর বয়স এখন ৩৯। ফিট ও সুস্থ থাকলে ১০০ ম্যাচ করতে চান তিনি, ‘সব আম্পায়ারের স্বপ্ন থাকে সেঞ্চুরি করার। আমারও রয়েছে। আশা করি এই ধারা অব্যাহত থাকলে পারব ইন শা আল্লাহ।’ লাকীর পর দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ শাহবাজ আলীর। তিনি ৩৩ ম্যাচে আম্পায়ারিং করেছেন।

মালয়েশিয়ায় এই টুর্নামেন্টে আম্পায়ার্স ম্যানেজার দক্ষিণ আফ্রিকার। সেই আফ্রিকান ম্যানেজারও লাকীর প্রশংসা করেছেন, ‘আমি প্রায় এক দশক আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে। তাই অনেক বন্ধু বান্ধব ও শুভাকাঙ্খী রয়েছে। তারা সবাই আজ আমাকে বিশেষ ধন্যবাদ দিয়েছে। একটাই দুঃখ এখন পর্যন্ত আমাদের হকি ফেডারেশন থেকে কোনো অভিনন্দন বা কোনো বার্তা পাইনি।’

এজেড/জেএ