আগামীকাল ঢাকা প্রিমিয়ার বিভাগ হকি লিগের অঘোষিত ফাইনাল। সেই ফাইনালের আগে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ও হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হকি অঙ্গন। 

মোহামেডান ক্লাব আজ বিকেলে ক্লাব প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করেছে। সেই সম্মেলনে মোহামেডান চলমান লিগে নিম্নমানের আম্পায়ারিং ও জিমির নিষেধাজ্ঞা নিয়ে ফেডারেশনের কঠোর সমালোচনা করে। মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স আম্পায়ার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদকে সরাসরি কাঠগড়ায় দাড় করিয়ে বলেন, 'আম্পায়ারের উদ্দেশ্যই ছিল যে কোনো উপায়ে সে জিমিকে কার্ড দেবে যাতে সে ফাইনাল ম্যাচটা না খেলতে পারে। এর সঙ্গে ফেডারেশন কর্মকর্তারা জড়িত।’ প্রিন্স সরাসরি ফেডারেশনের সাধারণ সম্পাদক সম্পর্কে বলেন, 'রাতের আধারে তিনি অনেক কিছু করছেন। বিশেষ ক্লাবকে তিনি সমর্থন করছেন।’

লিগের বাইলজ অনুযায়ী তিন হলুদ কার্ড পেলে সেই খেলোয়াড় পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না। জিমি তিন কার্ড পাওয়ায় আগামীকাল আবাহনী ম্যাচে খেলতে পারছেন না। মোহামেডানের দাবি, দুই কার্ড পরই ক্লাবকে চিঠি দিয়ে সতর্ক করার কথা থাকলেও ক্লাব সেটি করেনি। এই প্রসঙ্গে মোহামেডানের সাবেক পরিচালক সারোয়ার হোসেন বলেন, 'জিমির নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার চাই। সেটি না হলে মোহামেডান লিগে অংশ না নিতে বাধ্য হবে এবং আগামীতেও আমরা না খেলতে পারি।'

মোহামেডানের সংবাদ সম্মেলনের পর সাংবাদিকরা ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদের মুখোমুখি হয় মহানগর ফুটবল লিগ কমিটির সভা কক্ষে। সেখানে তিনি মোহামেডানের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেন, 'দুই হলুদ কার্ড পাওয়ার পর বিষয়টি অবহিত করা হয়েছে। প্রতি ম্যাচে স্কোর শিটে ম্যানেজার স্বাক্ষর করে। সেখানেও কার্ডের বিষয়টি উল্লেখ ছিল।’ মোহামেডানের দাবি অবহিত করতে হবে চিঠির মাধ্যমে। ফেডারেশন সাধারণ সম্পাদকের যুক্তি মৌখিক অবগতও যথেষ্ট।

ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহামেডানের দাবি নাকচ করে দিয়ে বলেন, 'গঠনতন্ত্র/বাইলজের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমরা বাইলজের মধ্যেই থাকব। মোহামেডান ঐতিহ্যবাহী দল তারা ক্লাব ও হকির স্বার্থে আগামীকালের ম্যাচে অংশগ্রহণ করে লিগ সুষ্ঠভাবে সম্পাদনে সহায়তা করবে সেই প্রত্যাশা করছি।’

মোহামেডানের পয়েন্ট ৩৫। আবাহনী ও মেরিনার্সের সমান ৩৪। আগামীকাল দুই দলই জিতলে তাদের সমান ৩৭ পয়েন্ট হবে। অতীতে বাইলজে প্লে অফ থাকলেও দুই দলের সমঝোতায় যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে। লিগের বাইলজে স্পষ্ট উল্লেখ রয়েছে যুগ্ম শিরোপা নয় পয়েন্ট সমান হলে প্লে অফ অনুষ্ঠিত হবে। মোহামেডান জিমির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বাজে আম্পায়ারিং ছাড়াও একক শিরোপার দাবি জানিয়েছে। মোহামেডানের ক্ষেত্রে বাইলজের বিষয়টি জোরালোভাবে বললেও এই ব্যাপারে সাধারণ সম্পাদক এই বিষয়ে বাইলজের দিকে হাটেননি, 'আগামীকাল দু’টি খেলা রয়েছে। মেরিনার্স ও আবাহনী জিতলে তখন দুই দলের পয়েন্ট সমান হবে। দুই ম্যাচে কি হবে আগাম বিষয় নিয়ে মন্তব্য করা যায় না।'

মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক। অনিয়মের প্রতিবাদ হিসেবে তিনি ফেডারেশন থেকে পদত্যাগের কথাও জানিয়েছেন আজকের সংবাদ সম্মেলনে, 'ফেডারেশন একজনের (সাধারণ সম্পাদক) কথায় চলে। এভাবে চললে আমাদের ক্লাব সভাপতি বলেছেন, পদত্যাগ করতে। আমরা সেটা করার জন্য মানসিকভাবে প্রস্তুত।'

ফেডারেশনের যুগ্ম সম্পাদক হয়ে সাধারণ সম্পাদক ও ফেডারেশনের সমালোচনা করা সমীচীন নয়। এই বিষয়ে অবশ্য সাধারণ সম্পাদক তেমন জোরালো মন্তব্য করেননি, 'ব্যক্তি হিসেবে অনেকে অনেক মন্তব্য করতে পারে। ফেডারেশন সংক্রান্ত মন্তব্য বা কিছু বিষয় থাকলে সেটা আমরা সভায় আলোচনা করব। এরপর সেই বিষয়ে সতর্ক বা কোনো কিছু করা প্রয়োজন হলে করা হবে।'

এজেড/এইচজেএস