ঢাকা মেরিনার্স ইয়াংসের ক্রীড়াঙ্গনে পরিচিতি মূলত হকির মাধ্যমেই। হকি ভিত্তিক ক্লাবটি ক্লাব কাপ টুর্নামেন্টের প্রথম শিরোপা জিতেছিল ২০২১ সালে। আজ বিকেল পাঁচটায় মওলানা ভাসানী স্টেডিয়ামে শিরোপা ধরে রাখতে আবাহনীর বিপক্ষে লড়বে মেরিনার্স।

মেরিনার্সের শিরোপা ধরে রাখার লড়াই, অন্যদিকে আবাহনীর প্রতিশোধ নেয়ার। ২০১৮ সালে ক্লাব কাপ চ্যাম্পিয়ন ছিল আবাহনী। ২০২১ সালে ক্লাব কাপের ফাইনালে মেরিনার্স ৩-০ গোলে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তাই আজকের ফাইনালটি আবাহনীর প্রতিশোধ নেয়ার ও শিরোপা পুনরুদ্ধারের। 

বৃহস্পতিবার সেমিফাইনালে মেরিনার্স ৮-৪ গোলে উষাকে এবং আবাহনী ৩-২ গোলে মোহামেডানকে হারিয়ে ফাইনালে উঠেছে। দুই দলই শিরোপা জিততে বদ্ধ পরিকর। আবাহনীর কোচ হেদায়েতুল ইসলাম রাজিব বলেন, 'ফাইনালটা ফাইনালের মতোই হবে। দু’দলের জন্যই এটি বিগ ম্যাচ। যারা চাপকে জয় করতে পারবে তারাই চ্যাম্পিয়ন হবে। আবাহনী সব সময় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়ে। আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই মাঠে নামবো।'

গত আসরে মেরিনার্সকে প্রথমবারের মতো ক্লাব কাপের শিরোপা দিয়েছেন কোচ মামুনুর রশীদ। আজকের ফাইনাল নিয়ে তার মন্তব্য, 'দুই দলই চাইবে ট্রফি জিততে। যারা মাঠে কোচের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে দিনশেষে তারাই চ্যাম্পিয়ন হবে। মেরিনার্স সব সময়ই পরিচ্ছন্ন খেলা খেলে থাকে। ক্লাব কাপের শুরু থেকেই সেটা সবাই দেখছেন। ফাইনালেও আমরা পরিচ্ছন্ন ম্যাচই দর্শকদের উপহার দিতে নামব। গত আসরের ফাইনালেও আমি মেরিনার্সের কোচ ছিলাম। চ্যাম্পিয়ন হয়েছিলাম ভালো খেলেছি বলে। এবারো ভালো খেললে চ্যাম্পিয়ন হবো।'

গত আসরের ফাইনালে মেরিনার্সের কাছে হেরেছিল আবাহনী। তাই আজকের ফাইনাল আবাহনীর প্রতিশোধ নেয়ার মঞ্চও। এ প্রসঙ্গে আবাহনীর কোচ বলেন, 'ম্যাচটাকে প্রতিশোধের মনে করছি এমন নয়। আমরা আমাদের খেলায় ফোকাস করছি। মেরিনার্স সব সময়ই ভালো দল। তাদের বিরুদ্ধে কিভাবে নিজেদের সেরাটা দেয়া যায় সেদিকেই আমাদের লক্ষ্য।'

ফেডারেশনের পূর্ব ঘোষিত ফিকশ্চারে ম্যাচটি ছিল সন্ধ্যা ছয়টায়। দুই দলের সঙ্গে আলোচনাক্রমে ফেডারেশন ম্যাচটি এক ঘন্টা এগিয়ে পাঁচটায় শুরু করছে।

এজেড/এইচজেএস