মওলানা ভাসানী স্টেডিয়ামে আজকের (বৃহস্পতিবার) সন্ধ্যা একটু ব্যতিক্রমই ছিল। অনেকদিন পর এখানে ফ্লাডলাইট জ্বলছে। ২৭ মাস পর শীর্ষ পর্যায়ের ক্লাবগুলো টার্ফে নেমেছে স্টিক-বল নিয়ে। এমন উপলক্ষ্যে বাজল কিছুক্ষণ আতশবাজি। প্রায় সময় মলিন থাকা হকির পরিবেশ আজ আরও একটু বর্ণিল হয়েছে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের উপস্থিতিতে। 

৬ দলের অংশগ্রহণে ক্লাব কাপ টুর্নামেন্টের উদ্বোধন করেছেন ক্রীড়ামন্ত্রী। বিগত সময়ের মতো আজও হকি নিয়ে আশাবাদ ব্যক্ত করে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘হকি নিয়ে আমি আশাবাদী। তাই তো আলাদাভাবে বসেছিলাম।’ হকি ফেডারেশন মন্ত্রীর কাছে মওলানা ভাসানী স্টেডিয়ামে একটি ইনডোর টার্ফ চেয়েছিল। আজ স্টেডিয়ামে এসে মন্ত্রীর কাছে এটি স্থাপন সম্ভবই মনে হয়েছে,‌ ‘আগে শুনছিলাম সম্ভব না। আজ এসে মনে হলো সম্ভব।’

দীর্ঘদিন পর মাঠে গড়াচ্ছে হকি। ১২ দলের মধ্যে ১০টি দলবদল করেছে। সেই ১০ দলের মধ্যে আবার চার দল ক্লাব কাপে অংশ নিচ্ছে না। হকির প্রতিদ্বন্দ্বিতা ও মান নিয়ে তাই প্রশ্ন উঠেছে। মন্ত্রী অবশ্য প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর আগে অবকাঠামোর দিকটিকে গুরুত্ব দিয়েছেন, ‘চাইলেও হকি সব জায়গায় খেলা যায় না। একটা সীমাবদ্ধতা রয়েছে। আগে আমরা তাদের অবকাঠামোগত কিছু সহায়তা করার চেষ্টা করি, এরপর মান বাড়ানোর তাগিদ দেওয়া হবে।’

সর্বশেষ হকি লিগে অংশ নেয়নি বাংলাদেশ রেলওয়ে। এবার সোনালী ব্যাংক নিয়েও রয়েছে অনিশ্চয়তা। মন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় সরকারি দলগুলোর বিষয়টি গুরুত্ব দিয়ে বলেছেন বলে জানিয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ, ‘যে দলগুলো চলে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলব। মাননীয় মন্ত্রীও প্রয়োজনে তাদের সঙ্গে কথা বলার ইচ্ছে প্রকাশ করেছেন হকিতে ফিরিয়ে আনার জন্য।’

আজ উদ্বোধনী দিনে বড় জয়ে ক্লাব কাপ হকি শুরু করেছে শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আবাহনী ৫-১ গোলে হারিয়েছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে। প্রথমার্ধে আবাহনী ৪-০ গোলে এগিয়ে ছিল। তাদের হয়ে জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম। বাকি তিনটি গোল করেন মেহেদী, ওবায়দুল ও ফরহাদ। দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স ২-০ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। 

এজেড/এএইচএস