দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় চলছে আফ্রিকান হকি রোড টু প্যারিস ২০২৪। টুর্নামেন্টটির ফাইনালে আজ (রোববার) দক্ষিণ আফ্রিকা ও মিশর মুখোমুখি হবে। পরবর্তীতে শিরোপাজয়ী দল আগামী বছর প্যারিস অলিম্পিকে আফ্রিকার প্রতিনিধিত্ব করবে। 

গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনালে আম্পায়ারিং করবেন বাংলাদেশের সেলিম লাকী। তিনি এই টুর্নামেন্টের শুরু থেকেই পারফর্ম করছেন। অভিজ্ঞতা ও পারফরম্যান্স বিবেচনায় লাকীর কাঁধেই পড়েছে ফাইনালের দায়িত্ব। 

বাংলাদেশের হকি আম্পায়ার সেলিম লাকী নিজেকে দিনকে দিন ভিন্ন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এশিয়াতে ভারত-পাকিস্তান ম্যাচসহ অসংখ্য টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আম্পায়ারিং করেছেন। এশিয়ার গণ্ডি পেরিয়ে সম্প্রতি ইউরোপ-আফ্রিকায় আম্পায়ারিং করছেন লাকী। আফ্রিকায় হকির অলিম্পিক বাছাইয়ের ফাইনালে আম্পায়ারিং করা বাংলাদেশের জন্য বিশেষ অর্জন। 

চলমান বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের পারফরম্যান্স খারাপ হলেও বাংলাদেশি আম্পায়ার সৈকত দুর্দান্ত করছেন। তেমনি বাংলাদেশের হকির আন্তর্জাতিক ফলাফল আশাব্যঞ্জক না হলেও আম্পায়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশের হকিকে বিশ্ব অঙ্গনে প্রতিনিধিত্ব করছেন লাকী। 

এজেড/এএইচএস