ছবি: সংগৃহীত

‘শেষ ভালো তো, সব ভালো’ বাংলার এই প্রবাদের সঙ্গী হয়েছে বাংলাদেশ হকি দল। বিশ্বকাপ বাছাই ফাইভ এ সাইড এশিয়া হকিতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৭-৬ গোলে ইরানকে হারায়। প্রথমবারের মতো সিনিয়র হকি দল ফাইভ এ সাইড হকিতে অংশগ্রহণ করে পঞ্চম স্থান অর্জন করল।

ইরানের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ প্রথম চার বার ম্যাচে লীড নিলেও চারবারই ইরান সমতা আনে। ৪-৪ স্কোরলাইন হওয়ার পর বাংলাদেশ টানা দুই গোল করে। ইরান আরেক গোল করে আবার ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ২৭ মিনিটে সারওয়ার আরেকটি গোল করলে স্কোরলাইনের ব্যবধান বেড়ে ৭-৫ হয়। ২৯ মিনিটে ইরান গোল করলে আবার ম্যাচের উত্তেজনা বেড়ে যায়। শেষ পর্যন্ত ৭-৬ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশের সাত গোলের মধ্যে সারওয়ার তিনটি, সাইফুল আলম, দীন মোহাম্মদ, আবেদ উদ্দিন ও মোহাম্মদ হোসেন একটি করে গোল করেন।

ফাইভ এ সাইড হকিতে বাংলাদেশের নারী ও পুরুষ উভয় দল অংশগ্রহণ করেছিল। নারী দল অস্টম এবং পুরুষ পঞ্চম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে। এই সংস্করণের হকিতে নারী ও পুরুষ উভয় সিনিয়র দলের অংশগ্রহণ এবারই প্রথম।
 
এজেড/এইচজেএস