অনুশীলন থেকে বাদ পড়লেন পাঁচ জন
গত কিছু দিন মাঠের খেলার চেয়ে ফেডারেশনের নির্বাচন নিয়ে আলোচনায় ছিল হকি। নির্বাচনী পর্ব শেষে এখন আবার মাঠের দিকে মনোযোগ সবার। এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে। আজ বিকেল থেকে জাতীয় দলের হকি ক্যাম্প ছুটি দেয়া হয়েছে।
জাতীয় দলের ম্যানেজার ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাহবুবুল এহসান রানা বলেন, '২ জুলাই আমাদের কোরিয়ান কোচ আসবে। ঈদের পর ৩ জুলাই থেকে আবার অনুশীলন শুরু হবে। খেলোয়াড়রা ২ জুলাই পুনরায় রিপোর্ট করবে।'
বিজ্ঞাপন
এশিয়ান গেমসের জন্য ৪০ সদস্যের স্কোয়াড ডেকেছিল হকি ফেডারেশন। চার জন ক্যাম্পে যোগ দেয়নি। ৩৬ জন নিয়ে সপ্তাহ খানেক অনুশীলনের পর পাঁচ জনকে বাদ দেয়া হয়েছে। বাদ দেয়ার প্রক্রিয়া সম্পর্কে রানা বলেন, 'ফেডারেশন নতুন করে কমিটি গঠন হওয়ায় সিলেকশন কমিটি নেই। তাই কোচ, ফিজিওদের মতামতের সঙ্গে ফেডারেশনের কয়েকজন মিলে এই সিদ্ধান্ত হয়েছে। যে পাঁচ জন বাদ পড়েছেন তাদের চার জনেরই পরীক্ষা রয়েছে।’
৪০ জনের স্কোয়াডে মইনুল ইসলাম কৌশিক, হাসান যুবায়ের নিলয়ের মতো তারকারা নেই। তাদের বাদ দিয়ে ক্যাম্প শুরু করার কারণ সম্পর্কে জাতীয় দলের ম্যানেজার বলেন, 'যখন দল ঘোষণা হয় তখন আমি ফেডারেশনের কমিটিতে ছিলাম না। কোচ ও ফেডারেশনের কর্মকর্তারা মিলেই দল ডেকেছে। তারা সর্বশেষ দলে ছিলেন না এটাও হয়তো না ডাকার কারণ।’
এজেড/এইচজেএস