হকি নির্বাচন: শুনানি শেষ করেই চূড়ান্ত ফলাফল
হকি ফেডারেশনের নির্বাচন বরাবরই আলোচনা-সমালোচনার জন্ম দেয়। নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগেই কাউন্সিলরশীপ নিয়ে ছিল বিস্তর অভিযোগ আর তফসিল ঘোষণার পর থেকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে জাতীয় ক্রীড়া পরিষদ। হকি ফেডারেশনের নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত নির্বাচন কমিশনের কর্মকান্ড নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
আজ সকালে জাতীয় ক্রীড়া পরিষদে নির্বাচন কমিশন দুই ক্লাবের কাউন্সিলরশীপ আপত্তি নিয়ে ফের শুনানি করে। গতকালের শুনানিতে উপস্থিত থাকলেও আজকের শুনানিতে আপত্তি জানানো পক্ষ ছিল না।
বিজ্ঞাপন
এক পক্ষ থাকায় তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর নির্বাচন কমিশন দুই ক্লাবের ওপর আপত্তি না মঞ্জুর করে। এই সিদ্ধান্ত নেওয়ার কিছুক্ষণ পরই চূড়ান্ত ফলাফল ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন কমিশন। ফলে আজকের দিন থেকে আগামী চার বছরের জন্য হকি ফেডারেশনের পরিচালনার দায়িত্ব পেলেন নির্বাচিতরা।
প্রধান নির্বাচন কমিশনার সাইদুর রশিদ চূড়ান্ত ফলাফল বিজয়ীদের হাতে দিচ্ছেন এমন একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা নিয়ে আবার সমালোচনা চলছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাইদুর রশিদের অনেক কর্মকান্ড খোদ জাতীয় ক্রীড়া পরিষদের অনেকেই সমালোচনা করছে।
এজেড/