ড্রেসিংরুমেই ক্লাবের ক্যাম্প
মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে দ্বিতীয় বিভাগ হকি লিগ। এতে অংশগ্রহণ করছে সাত ক্লাব। এর মধ্যে চার ক্লাবই ক্যাম্প করছে হকি ফেডারেশনের দুই পাশের ড্রেসিং রুমে। আগে এমন কখনো হয়নি বলে মন্তব্য হকি সংশ্লিষ্টদের।
হকি ফেডারেশনের দুই পাশে দু’টি করে ড্রেসিংরুম রয়েছে। চারটি ড্রেসিংরুমে চারটি ক্লাব আবাসিক ক্যাম্প করছে। ড্রেসিংরুম ক্লাবগুলোকে বরাদ্দ দেওয়ার কারণ সম্পর্কে দ্বিতীয় বিভাগ হকি লিগ কমিটির সম্পাদক ও ফেডারেশনের নির্বাহী সদস্য জামিল আব্দুন নাসের বলেন,‘চারটি ক্লাবই ফেডারেশনে আবাসিক সহায়তা চেয়েছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও সামগ্রিক বিবেচনা করেই তাদের ড্রেসিংরুমে আবাসনের ব্যবস্থা দেওয়া হয়েছে’।
বিজ্ঞাপন
বাংলাদেশের হকিতে এমনিতেই আর্থিক সংকট। দ্বিতীয় বিভাগ দলগুলো খুব কষ্ট করেই দল পরিচালনা করে। এবার ক্লাবগুলোকে এক লাখ টাকা করে অনুদান দিয়েছে ফেডারেশন। ইতোমধ্যে ত্রিশ হাজার টাকাও পেয়েছে ক্লাবগুলো। ড্রেসিংরুমে থাকা চার ক্লাবকে আবার দশ হাজার টাকা জমা দিতে হয়েছে,‘ড্রেসিংরুমে তাদের আবাসন বিনামূল্যে হলেও কিছু ফ্যাসিলিটিজের জন্য ক্লাবগুলোর কাছ থেকে দশ হাজার করে দিয়েছে’-বলেন দ্বিতীয় বিভাগ কমিটির সম্পাদক।
ড্রেসিংরুম খেলোয়াড়দের ম্যাচ শুরুর আগে ড্রেস পড়া, বিশ্রাম নেওয়ার জন্যই মূলত ব্যবহৃত হয়। চার ক্লাব চারটি ড্রেসিংরুম নিয়েছে। বাইরে থাকা তিন দল উদিতি, ঢাকা হকি ও ইস্ট এন্ড গ্রিনের মধ্যে ম্যাচ হলে তখন পরিস্থিতি কেমন দাঁড়ায় এর বর্ণনা দিলেন কমিটির সম্পাদক,‘ক্যাম্পের বাইরে থাকা দুই দলের ম্যাচ থাকলে আমাদের নির্দেশনা রয়েছে যে দলের যেই দিকের টেন্ট সেই দল সেই দিকের ড্রেসিংরুম ব্যবহার করবে। বিশেষ করে ওয়াশরুম যেন তারা ব্যবহারের সুযোগ পায় সেই ব্যাপারে ঐ চার ক্লাবকে নির্দেশনা দেওয়া হয়েছে’।
রক্তিম সংঘ, বর্ণক সমাজ, তেজগাঁও অগ্রগামী ও ঢাকা ইয়াং স্টার এই চার ক্লাবের খেলোয়াড়রা ড্রেসিংরুমে থেকে ক্যাম্প করছে। ড্রেসিংরুমের ফ্লোরিং করছেন ১৮-২০ জন করে খেলোয়াড়। অধিকাংশ খেলোয়াড় নবীন ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া হওয়ায় সুযোগ-সুবিধার অপ্রাপ্তির চেয়ে তাদের কাছে এভাবে ক্যাম্প করাটা অনেক রোমাঞ্চেরও। তাই তাদের মুখ থেকে তেমন কোনো অভিযোগও শোনা যায়নি।
সাত দলের দ্বিতীয় বিভাগের লিগে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি দলের ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হবে। রেলিগেশন না থাকায় সপ্তম দল এই লিগেই থাকবে।
এজেড/এফআই