ছয় দল নিয়ে হবে ফ্র্যাঞ্চাইজি হকির আসর বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি (বিসিটি)। ছয় ফ্র্যাঞ্চাইজির মধ্যে পাঁচটির নাম প্রকাশ করেছিল বাংলাদেশ হকি ফেডারেশন। ষষ্ঠ দলটির নাম অনুষ্ঠানের দিন প্রকাশ করা হয়নি। আজ বাংলাদেশ হকি ফেডারেশন ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজির নাম নিশ্চিত করেছে। 

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ বলেন, ‘আমাদের ষষ্ঠ দলটি হচ্ছে মেট্রো এক্সপ্রেস। দলটির ব্যবস্থাপনা পরিচালক (লায়ন) রিয়াজুল ইসলাম আমাদের নিশ্চিত করেছেন এবং আমরাও সম্মত হয়েছি।’ অন্য পাঁচ ফ্র্যাঞ্চাইজিগুলো হলো সাকিব আল হাসানের মোনার্ক মাট, রূপায়ন গ্রুপ, সাইফ পাওয়ারটেক, ওয়ালটন ও একমি গ্রুপ। 

অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়ানোর কথা। ছয় ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়েছে। এখন আইকন, বিভিন্ন ক্যটাগরিতে খেলোয়াড় বিভক্ত করা এবং প্রতি ক্যাটাগরির মূল্য নির্ধারণ করা হবে। হকি ফেডারেশন ও টুর্নামেন্টের স্বত্ত্বাধিকারী এইস এবং ফ্র্যাঞ্চাইজি দল সম্মিলিত সভায় এগুলো ঠিক করবে। কয়েক দিনের মধ্যেই এসব বিষয় ঠিক হওয়ার কথা। 

ফ্র্যাঞ্চাইজি হকির আগে নারী হকির আয়োজন করছে হকি ফেডারেশন। ১২ সেপ্টেম্বর ডেভলপমেন্ট কাপ হকি শুরু হচ্ছে। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ওয়ালটন। এই টুর্নামেন্টের বিস্তারিত আগামী ১১ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে জানাবে ফেডারেশন।

এজেড/এনইউ/এটি