আর্জেন্টিনা দলে একসঙ্গে খেলেছেন সেই বয়সভিত্তিক পর্যায় থেকে। মাঠের সঙ্গী তো বটেই, মাঠের বাইরেও সার্জিও আগুয়েরো ও লিওনেল মেসির বন্ধুত্ব ছিল বেশ। দু’জনে যে এখনো হরিহর আত্মাই আছেন, সেটার জানানই দিলেন আগুয়েরো। বন্ধু মেসিকে খাটো করে দেখানো হচ্ছে বলে ফরাসি সংবাদ মাধ্যমকে রীতিমতো গালিই দিয়ে বসেছেন তিনি।  

মঙ্গলবার রাতে মেসির দল পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ আধিপত্য বিস্তার করেছে। শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপের গোলে ছিনিয়ে নিয়েছে জয়।

তবে মেসি নিজে পড়ে গেছেন তোপের মুখে। আর্জেন্টাইন অধিনায়ক সে রাতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। সে কারণেই চারিদিকে শুরু হয়ে গেছে তার সমালোচনা।

ফরাসি সংবাদ মাধ্যম রীতিমতো তুলোধুনো করছে সাত বারের ব্যালন ডি’অর বিজয়ীকে। স্থানীয় পত্রিকা লে’কিপে যেমন তাদের ম্যাচ রেটিংয়ে মেসিকে ১০ নম্বর থেকে দিয়েছে মোটে ৩ নম্বর। সঙ্গে আরও সব সমালোচনা তো আছেই। এমন সব বিষয়ই আগুয়েরোকে ক্ষেপিয়ে দিয়েছে। 

মেসি সেই ম্যাচে পেনাল্টি থেকে ব্যর্থ হলেও এমবাপে ও নেইমারকে বেশ কিছু দারুণ সুযোগ গড়ে দিয়েছিলেন। আগুয়েরো বড় করে দেখছেন সেগুলোকেই। বললেন, ‘লিও ভালো খেলেছে, সে তাদের রক্ষণ ভেঙেছে। সে আমার বন্ধু বলে আমি এটা বলছি না, আমি বলছি, কারণ সে পরিশ্রম করে খেলেছে। সে বেশ ভালো ছিল, আর বেশ সক্রিয় অবদান রাখছিল।’ 

এরপরও মেসির সমালোচনা বন্ধ হচ্ছেই না ফরাসি সংবাদ মাধ্যমে। সে কারণে আগুয়েরো রীতিমতো গালমন্দ করে বসলেন তাদের। বললেন, ‘ফ্রান্সে ম্যাগাজিন, সংবাদ মাধ্যমগুলো তাকে পারলে মেরেই ফেলে। তারা ***।’ 

মেসিকে ছোট করার কারণে শুধুমাত্র গালি দিয়েই ক্ষান্ত হননি তিনি। ফ্রান্সের এক সংবাদপত্রকে সাক্ষাৎকারের কথা দিলেও শেষ মুহূর্তে তা নাকচ করে দেন আগুয়েরো। তিনি বলেন, ‘ফরাসি এক ম্যাগাজিনের সঙ্গে আমার সাক্ষাৎকারের কথা ছিল। তবে আমি তা না করে দিয়েছি। বলেছি, না (আমি সাক্ষাৎকার দিতে পারছি না) কারণ আমি মেসিকে সমর্থন করি। বিদায়। শিগগিরই দেখা হবে। এখন আমি ভীষণ রাগান্বিত।’

এনইউ