মেসি ও ফুটবল একই সঙ্গে চলে, বলছেন বেনজেমা
বহুদিন রিয়াল মাদ্রিদকে ভুগিয়েছেন বার্সেলোনার হয়ে। এখন তিনি প্যারিস সেইন্ট জার্মেইঁতে। তবে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের ভালো করেই জানা কতটা ভয়ঙ্কর হতে পারেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামার আগেও তাই তাদের ভাবনায় স্বাভাবিকভাবেই আছেন আর্জেন্টাইন তারকা।
মঙ্গলবার রাতে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন রিয়াল তারকা করিম বেনজেমা। মেসিকে নিয়ে খুব বেশি কথা বলতে না চেয়ে ভাসিয়েছেন প্রশংসায়। ফুটবল ও মেসি একই সঙ্গে চলে বলেও মন্তব্য করেছেন ফরাসি তারকা।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘আমি মেসিকে নিয়ে কথা বলব না। সে অসাধারণ একজন খেলোয়াড়। যখন বার্সেলোনায় খেলতো, তার বিপক্ষে অনেকগুলো ম্যাচ খেলেছি। যদি মেসিকে নিয়ে কথা বলতে চাই, ফুটবল নিয়ে কথা বলতেই হবে কারণ দুইটা জিনিস একই সঙ্গে যাই।’
জাতীয় দলে এমবাপের সতীর্থ বেনজেমা। সময়ের অন্যতম সেরা তরুণ তারকার রিয়ালে যাওয়ার গুঞ্জনটা অনেকদিনের। চলতি মৌসুমের পর যাওয়ার সম্ভাবনা জোরালো। বেনজেমাও বলছেন, একদিন ঠিকই রিয়ালের হয়ে খেলবেন এমবাপে।
তিনি বলেছেন, ‘এটা অনেক বড় ম্যাচ। এমবাপের বিপক্ষে খেলাটা হবে বিশেষ কিছু। সবাই জানে একদিন সে মাদ্রিদে আসবে। তাকে একটা ম্যাচ খেলতে দেন সে জানে কীভাবে খেলতে হয়।’
দুই দলের মুখোমুখি লড়াই নিয়ে তিনি বলেছেন, ‘আমার কাছে পিএসজি দারুণ দল। কারণ তাদের দলে ভালো খেলোয়াড়রা আছে। চ্যাম্পিয়ন্স লিগে তারা নিজেদের অবস্থানের উন্নতি করেছে এবং খুব ভালো খেলছে। আপনি বলতে পারবেন না এই দলটা ভালো ফুটবল খেলছে না। এখনকার ফুটবলে কেউ ফেভারিট নেই, যেকেউ ম্যাচ জিততে পারে।’
এমএইচ/এটি