চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে পিএসজি, গেল ডিসেম্বরে এ এই ড্র নির্ধারিত হওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল অপেক্ষা। সেই অপেক্ষা শেষ হচ্ছে কাল রাতে। নিজেদের মাঠে লিওনেল মেসিরা মুখোমুখি হচ্ছেন রিয়াল মাদ্রিদের। তবে এই ম্যাচের আগে পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার জানালেন, মেসি-রামোসদের মতো বড় নাম দলে ভিড়িয়েও রিয়াল মাদ্রিদের চেয়ে শক্তিশালী হতে পারেনি তার দল।

সম্প্রতি টেলেফুটকে একটা সাক্ষাৎকার দিয়েছেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। সেখানেই তিনি জানিয়েছেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে আসন্ন লড়াই নিয়ে নিজের মত। সেই সাক্ষাৎকারে পিএসজি ডিফেন্ডারকে জিজ্ঞেস করা হয়েছিল তার দল রিয়াল মাদ্রিদের চেয়ে শক্তিশালী কি-না। কিছুটা সময় নিয়ে উত্তরে তিনি বলেন, ‘আমি বলবো, না। যদিও আমাদের দলে এমন খেলোয়াড় আছে যারা বড় মাপের ফুটবলার, যাদের চ্যাম্পিয়ন্স লিগ জেতার অভিজ্ঞতা আছে... এরপরও।’

এর কারণটাও অবশ্য পরিষ্কার করে দিলেন পিএসজি ডিফেন্ডার। বললেন, ‘আমার মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে একটু বেশি আত্মবিশ্বাস নিয়ে আসবে, ভালো পারফর্ম করে আসবে।’ তবে এমন এক লড়াইয়ে যে যে কোনো কিছুই সম্ভব, সেটাও মনে করিয়ে দিতে ভুললেন না তিনি। 

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই ম্যাচটা পিএসজির জন্য বিশেষ কিছু। কারণ হিসেবে মারকিনিয়োস বললেন, ‘এটা বিশেষ এক ম্যাচ। কারণ রিয়াল একটা বিরাট প্রতিপক্ষ, যাদের অসাধারণ কিছু খেলোয়াড় আছে। চ্যাম্পিয়ন্স লিগে এমন সব ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগের গান, পরিবেশটা আমাদের আবেগি করে তোলে। জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য, যে কারণে এই ম্যাচটা বিশেষ কিছু।’

রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় ঘাতক লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পাড়ি জমিয়েছেন পিএসজিতে। সেই মেসি চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচে রিয়ালের মুখোমুখি হয়েছিলেন। ২০১১ সালে সেই লড়াইয়ের প্রথম লেগে সান্তিয়াগো বের্নাবিউতে জোড়া গোল করে রিয়ালের বিদায়ঘণ্টাটা বাজিয়ে দিয়েছিলেন মেসিই। 

সেই মেসিকে নিয়ে দলের প্রত্যাশা কেমন? মারকিনিয়োস বললেন, ‘সে একজন মহান খেলোয়াড়, মানুষ হিসেবেও তা-ই। তাকে ড্রেসিংরুমে পাওয়াটা দারুণ। তার মুখোমুখি হয়েছি অনেকবার, সে আমাদের ভুগিয়েছে অনেক। এখন তাকে নিজ দলে উপভোগ করছি। আমরা তাকে ভালো রাখার চেষ্টা করি যেন সে বিশ্বাস করে যে সে আমাদের হয়ে নিজের সেরাটা ঢেলে দিতে পারবে। যদি সে সেটা করতে পারে, তাহলে আমি মনে করি বড় ম্যাচে আমরা তার থেকে অনেক কিছুই পাবো।’

পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার কাছাকাছি গিয়েও ফিরেছে গেল দুই মৌসুমে। এবার সেটা ঠিক স্বপ্ন নয় দলের, লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে রীতিমতো। তবে তার জন্য আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিততে হবে, জানালেন তিনি।  ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের কথা, ‘হ্যাঁ, এটাই আমার লক্ষ্য। আমি জানি না এটা স্বপ্ন কি-না। স্বপ্ন হওয়ার মতো খুব দূরে নেই এটা। এটা একটা লক্ষ্য। তবে তার জন্য আগে অন্য লক্ষ্য পূরণ করতে হবে আপনাকে।’

এনইউ