রিয়াল মাদ্রিদের অন্যতম বড় অস্ত্র তিনি। বার্সেলোনার বিপক্ষে খেলা হলে এতদিন লিওনেল মেসিকে আটকানোর দায়িত্বটা থাকতো ক্যাসেমিরোর কাঁধেই। আর্জেন্টাইন তারকা এখন খেলছেন প্যারিস সেইন্ট জার্মেইঁতে। তাদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে মাঠে নামবে রিয়াল।

এই ম্যাচেও মেসিকে আটকে রাখার দায়িত্বটা যে ক্যাসেমিরোর কাঁধেই থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না। পিএসজি বিপক্ষে আগামী বৃহস্পতিবার মাঠে নামবে রিয়াল। এর আগে মেসির সবচেয়ে বড় শত্রু হিসেবে খ্যাতি পাওয়া ক্যাসেমিরো তাকে প্রশংসায় ভাসিয়েছেন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘স্পেনে তার অনুপস্থিতি দৃশ্যমান, সে বার্সার জন্য যা কিছু করেছে, তার সবকিছু এখন বোঝা যাচ্ছে।  সে এমন খেলোয়াড়-যার খেলা দেখার পর তাকে সবাই ভালোবাসে। যদি আপনি ফুটবল ভালোবাসেন আপনাকে মেসিকেও ভালোবাসতে হবে।’ 

মেসিকে ইতিহাস সেরাদের তালিকায়ও রাখছেন ব্রাজিলিয়ান তারকা, ‘সে ইতিহাসের সেরা তিনজনের একজন। তাকে একা আটকানো সম্ভব নয়। তাকে আটকাতে গেলে আপনাকে দল হিসেবে চেষ্টা করতে হবে। পিএসজির বিপক্ষে একটা দারুণ ম্যাচ দেখতে যাচ্ছি আমরা।’

ক্যাসেমিরোর খেলার ধরণ নিয়েও প্রশ্ন আছে অনেকের। তাকে মাঠে বেশি আক্রমণাত্মক দেখা যায়। ফাউলও করেন হরহামেশা। তবে নিজের খেলার ধরণ নিয়ে সমস্যা নেই ক্যাসেমিরোর। তিনি বলছেন, কারো সঙ্গে মাঠের বাইরে কোনো বিদ্বেষ নেই।

ক্যাসেমিরো বলেছেন, ‘আমার কাজ হচ্ছে ধ্বংস করা, শক্ত হওয়া ও প্রতি আক্রমণগুলো আটকে দেওয়া। একটা ফাউল করা ও বিদ্বেষ ছড়ানোর মধ্যে অনেক তফাৎ আছে। আমি সবসময় বলের কাছে যেতে চাই। অবশ্যই সেটা শক্ত অবস্থায়। আমি যদি কারো ক্ষতি করে ফেলি, নিজের ওপর রাগ হয়। ফাউল খেলার একটা অংশ কিন্তু বিদ্বেষ কখনোই না।’

এমএইচ