বসুন্ধরা কিংস অ্যারোনাতে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচ অনুষ্ঠিত হবে না। টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম ও মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে.মতিউর রহমান স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের প্রথম লেগের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু কমলেও ৩ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে লিগ। আজ রাতের মধ্যেই ক্লাবগুলোর কাছে ফিকশ্চার দেবে ফেডারেশন।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সেকে ভেন্যু হিসেবে বিবেচনা করেই খসড়া সূচি করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই সূচিতে বাফুফে মাঠটিতে ১১ টি ম্যাচ রেখেছিল। বসুন্ধরা গ্রুপ কর্তৃপক্ষ বসুন্ধরা কিংস অ্যারেনাতে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ছাড়া অন্য দলগুলোর ম্যাচ আয়োজনের অনুমতি দিতে চায়নি। 

লিগ কমিটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এবারের লিগে কোনো ভেন্যু ক্লাবের হোম হিসেবে থাকছে না। কিন্তু বসুন্ধরা কিংস অ্যারেনা বসুন্ধরা কিংস ও শেখ রাসেলের ম্যাচ আয়োজনের ব্যাপারে রাজি ছিল। দুই দলের একটি হোম থাকবে অন্য দশ দলের কোনো হোম থাকবে না এই বৈষম্যের জন্য বাফুফে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সকে প্রিমিয়ার লিগের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে।

সভা শেষে লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমরা বসুন্ধরা ভেন্যু রাখার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করেছি। তারা তাদের ভেন্যুতে অন্য দলের ম্যাচ আয়োজন করবে না। গত সভায় সর্বস্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল কোনো দলের হোম ভেন্যু থাকবে না। বাফুফের অধীনে থাকবে ভেন্যুগুলো। ফলে এখন দুই ভেন্যু নিয়েই খেলতে হচ্ছে।’
 
বসুন্ধরা ও বাফুফে উভয় উভয়ের অবস্থানে সঠিক। বসুন্ধরা নিজেদের মাঠে যদি অন্য দলের খেলার সুযোগ দেয় তাহলে তাদের সুবিধা থাকছে না। আবার বসুন্ধরা ও শেখ রাসেল যদি হোম সুবিধা পায় তাহলে অন্য ক্লাবগুলো সেই সুবিধা থেকে বঞ্চিত হয়। সাম্যতার দৃষ্টিতে বাফুফে যে সিদ্ধান্ত নিয়েছে সেটাও অযৌক্তিক নয়। 

আজ রাতে সভায় উপস্থিত থাকা ক্লাব প্রতিনিধিদের অধিকাংশ বসুন্ধরা কিংস অ্যারেনা শুধু তাদের হোম ভেন্যুর ব্যাপারে বিপক্ষে মতামত দিয়েছে। করোনা পরিস্থিতি উন্নয়ন হলে ভেন্যুর সংখ্যা বাড়তে পারে। সেক্ষেত্রে বাড়তি ভেন্যুগুলোও বাফুফের ব্যবস্থাপনায় থাকবে। হঠাৎ করোনা পরিস্থিতির উর্ধ্বগতি বিবেচনায় ঢাকার আশেপাশে বাফুফে ভেন্যু ব্যবস্থাপনায় খেলার সিদ্ধান্ত হওয়ার পরই বসুন্ধরা ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হয়। 

বসুন্ধরা কিংস অনেক তড়িঘড়ি লিগের জন্য ভেন্যু তৈরি করেছিল। বাংলাদেশের অনেক ঐতিহ্যবাহী ক্লাব নিজস্ব ভেন্যু করতে পারেনি সেখানে বসুন্ধরা মাত্র তিন বছরের মধ্যেই নিজেদের ভেন্যু তৈরি করেছে। যেখানে নতুন ইতিহাস তৈরি হওয়ার কথা সেখানে বাফুফের সময়ে-সময়ে হুটহাট সিদ্ধান্তে নানা বিতর্কের সৃষ্টি হচ্ছে।

এজেড/ এমএইচ