ঘরোয়া ফুটবলে এখন রেফারিং নিয়ে আলোচনা তুঙ্গে। ৩ ফেব্রুয়ারী থেকে শুরু হতে যাওয়া লিগের আগে তাই আলোচনার অন্যতম বিষয় রেফারিং। আজ রাজধানীর একটি হোটেলে লিগের লোগো উন্মোচন অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে রেফারিং নিয়ে কথা বলেছেন। 

কয়েকটি ক্লাব কিছু ম্যাচে বিদেশি রেফারি আনার প্রস্তাব দিয়েছে। বাফুফে সভাপতি বিষয়টির মনে ধরলেও বাধ সাধছে খরচ, ‘অনেক সময় রেফারি সঠিক সিদ্ধান্ত দিলেও সমালোচনা হয়। তাই আমি বলেছি চ্যাম্পিয়ন ও রেলিগেশন ফাইট যারা দেবে তাদের কিছু ম্যাচে বিদেশি রেফারি আনা যায় কি না। বিদেশি রেফারি আনতে অনেক খরচও রয়েছে।’ 

প্রিমিয়ার লিগের একজন রেফারি ম্যাচ পরিচালনা করলে পান ২৪০০ টাকা। সেখানে বিদেশ থেকে রেফারির যাতায়াত, আবাসন খরচ বহনের পরও নূন্যতম ১৫০-২০০ ডলার ম্যাচ ফি দিতে হবে। বাফুফে এমনিতেই রেফারির সন্মানি কম দেয় সেটাও বকেয়া থাকে। তারা এত খরচ করে বিদেশি রেফারি শেষ পর্যন্ত আনবে কিনা সেটা দেখার বিষয়। 

লিগে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে যেমন সমালোচনা আছে তেমনি বাফুফে কর্তারা ক্লাবের ম্যাচে ডাগআউটে থাকা নিয়েও রয়েছে প্রশ্ন। লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর মতো বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও বিষয়টি ঠেলে দিলেন নির্বাহী কমিটির উপর,' এই বিষয়ে নির্বাহী কমিটি সিদ্ধান্ত দেবে '৷ 

এজেড/