‘নেতা’ ডি মারিয়ার গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
লিওনেল মেসি নেই এবার। করোনা পজিটিভ হওয়ায় থাকতে পারছেন না কোচ লিওনেল স্ক্যালোনি ও তার সহকারীও। তাতে আর্জেন্টিনা দলের নেতাই হয়ে উঠেছেন ডি মারিয়া, অধিনায়কত্বের আর্মব্যান্ডটাও তার হাতে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই পিএসজি তারকা।
চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা। প্রথম গোলটি এসেছে ডি মারিয়ার পা থেকে। আরেকটি গোল করেছেন লাউতারো মার্টিনেজ। চিলির পক্ষে একমাত্র গোলটি এসেছে বেন ব্রেন্টনের পা থেকে।
বিজ্ঞাপন
মেসিকে ছাড়া খেলতে নেমে শুরুতে কিছুটা চাপেই ছিল আর্জেন্টিনা। বেশ কয়েকটি ফ্রি কিক পায় চিলি। কিন্তু নবম মিনিটে দলকে এগিয়ে দেন ডি মারিয়া। রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল করেন তিনি।
ওই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ২০তম মিনিটে স্বাগতিক চিলিকে সমতায় ফেরান বেন ব্রেন্টন দিয়াজ। মার্সেলিয়ানো নুয়েজের কাছ থেকে পাওয়া বলে দুরূহ কোন থেকে গোল করেন তিনি।
ম্যাচের ৩৪তম মিনিটে এসে আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। শুরুতে শট নিয়েছিলেন রদ্রিগো ডি পল। কিন্তু সেটা ঠেকিয়ে দেন গোলরক্ষক ক্লাদিও ব্রাভো। ফিরতি বল পেয়ে শটে গোল করেন মার্টিনেজ।
এমএইচ