সতীর্থদের ‘আদা’ বলা পছন্দ হতো না তার, মেসি দিলেন সমাধান
মেসির সঙ্গে কখনো মাঠে নামা হয়নি তার। কেবল অনুশীলনটুকুই করেছেন। আর তাতেই রীতিমতো গুণমুগ্ধ ভক্ত বনে গেছেন ম্যাক অ্যালিস্টার। ২০১৯ সালের আগস্টে প্রথম আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পান ইংলিশ ক্লাব ব্রাইটনে খেলা এই ফুটবলার। এরপর যোগ দেন দলের সঙ্গে।
তখন সতীর্থরা ম্যাককে ডাকতেন ‘চোলো’ বলে। আর্জেন্টিনায় আদাকে বলা হয় এমন। চুলগুলো তার লাল ছিল। সতীর্থরা তাই ডাকতেন এমন নামে। যেটা পছন্দ ছিল না ম্যাকের। দলের অধিনায়ক বুঝতে পারেন সেটি। সঙ্গে সঙ্গে নিষেধ করেন বাকিদের ম্যাককে ‘চোলো’ বলে ডাকতে।
বিজ্ঞাপন
দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক অ্যালিস্টার বলেছেন, ‘আমি দুবার তার সঙ্গে অনুশীলন করেছি আর্জেন্টিনা দলে থাকার সময় কিন্তু একসঙ্গে খেলিনি। তার খেলার মতো অনুশীলনও দারুণ। এমন কিছু যেটা আপনি বিশ্বাস করবেন না।’
‘‘আমার মনে আছে সবাই আমকে ‘চোলো’, (আর্জেন্টিনায় আদাকে বলে এটা) বলে ডাকতো। আমি এটা পছন্দ করতাম না। সে জানতে পেরে সতীর্থদের গিয়ে বলল, ‘দেখো অ্যালিস্টার এটা পছন্দ করে না, তাই তাকে এমন নামে ডেকো না!’’
মেসির সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতাও শুনিয়েছেন ম্যাক, ‘আমি লাল হয়ে গিয়েছিলাম, পুরোপুরি লাল। এমনকি হ্যালোও বলতে চাইছিলাম না। পৃথিবীর সেরা খেলোয়াড়দের একজনের সঙ্গে দেখা করতে গিয়ে খুব নার্ভাস ছিলাম। কিন্তু অবশ্যই এই সাক্ষাৎ ছিল দারুণ।’
‘এটা এমন কিছু যেটা আমি ভুলতে পারবো না। আমার বাবা যখন ম্যারাডোনার সঙ্গে খেলেছেন সেটা ছিল জাদুর মতো। আমি এখন মেসির সঙ্গে অনুশীলন করতে পারছি। এটা নিয়ে খুব গর্বিত।’
২৩ বছর বয়সী আইরিশ বংশোদ্ভূত ম্যাক। তার বাবা কার্লোস বোকা জুনিয়র্সে খেলেছেন ম্যারাডোনার সঙ্গে। এখন তিনি খেলছেন মেসির সঙ্গে। চলতি মৌসুমে ব্রাইটনের হয়ে ১৭টি ম্যাচে মাঠে নেমেছেন ম্যাক। বল জালে জড়িয়েছেন ৪ বার।
এমএইচ