চলতি মৌসুমে বেশ আলোড়ন তুলে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইঁতে যোগ দেন লিওনেল মেসি। কিন্তু যাওয়ার পর থেকে নিজের চেনা ছন্দে নেই তিনি। লিগ ওয়ানে এখন অবধি পেয়েছেন কেবল এক গোল। অনেকেই মনে করছেন, মেসিকে দলে নিয়ে খুব বেশি লাভ হয়নি পিএসজির।

তাদের দলেরই একজন লিভারপুলের সাবেক তারকা জেমি ক্যারাগার। এই কথা ‘মানডে নাইট ফুটবল’ নামে একটি অনুষ্ঠানে বলেওছিলেন তিনি। এরপরই নাকি মেসি তাকে ইনস্টাগ্রাম মেসেজে ‘গাধা’ বলেছেন।

আরও পড়ুন : মেসি পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারবে না

শুক্রবার নরউইচ ও ওয়ার্টফোর্ড ম্যাচের পর গ্যারে নেভিল ও ডেভিড জোনসের সঙ্গে আলোচনায় ছিলেন তিনি। সেখানেই জানিয়েছেন এসব কথা। কোপা আমেরিকা জয়ের পরও নিজের বর্ষসেরা একাদশে মেসিকে রাখেননি ক্যারাগার।

তাদের কথোপকথন ছিল এমন-

ক্যারাগার : মেসিকে আমি বর্ষসেরা একাদশে রাখব না। এই ব্যাপারে আমাদের মৌসুমের শুরুতে আলোচনায় হয়েছিল। মেসি নাকি রোনালদো? তখন আমি মেসির পক্ষে ছিলাম। সে (নেভিল) ছিল রোনালদোর পক্ষে। কিন্তু দুর্ভাগ্যবশত, এখন সে...

নেভিল : সে তোমাকে নিয়ে খুশি না, খুশি কী?

ক্যারাগার : না মেসি আমার ওপর অসন্তুষ্ট।

নেভিল : কিন্তু কেন?

ক্যারাগার : আমি রোনালদোকে নিয়ে আলোচনা করছিলাম। তখন বলেছি আমার মনে হয় না সে ইউনাইটেডের জন্য দারুণ কোনো সাইনিং। আমি উদাহরণ হিসেবে বলেছিলাম, যেমন মেসি পিএসজির জন্য ভালো সাইনিং না...

জোনস : সেটা কি মানডে নাইট ফুটবলে?

ক্যারাগার : হ্যাঁ। ওই অনুষ্ঠানেই। এরপরই আমি ইনস্টাগ্রামে প্রাইভেট মেসেজ পাই একটা।

আরও পড়ুন : অঘটনের হারে আর্জেন্টিনাকে বিশ্বরেকর্ডের সুযোগ দিলেন মাহরেজরা

জোনস : মেসির কাছ থেকে?

ক্যারাগার : সে-ই পাঠিয়েছিল। আমি প্রাইভেট মেসেজ কাউকে দেখাবো না। কিন্তু সে আমাকে গাধা বলেছিল।

জোনস : তার মানে সে এই অনুষ্ঠান দেখে?

ক্যারাগার : সে মানডে নাইট ফুটবল দেখে। আশা করি সে আজকেরটাও দেখবে। লিওনেল আমি তোমাকে সত্যিই ভালোবাসি। সর্বকালের সেরা খেলোয়াড়- তোমার তুলনায় আমি সত্যিই গাধা। আমি এটাকে মেনে নিয়েছি। কিন্তু তোমাকে এই দলে রাখতে পারলাম না। তুমি এই মৌসুমে ভালো করতে পারোনি কোপা আমেরিকা জেতার পরও। সালাহকে বাদ দেওয়ার জন্য তোমাকে রাখার মতো যথেষ্ট পাফর্মও করোনি।

ক্যারাগার পরে নিজেই ওই অনুষ্ঠানের ভিডিও পোস্ট করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পরে তিনি লিখেছেন, ‘মেসি আমাকে গাধা বলেছে, এতে আমি সম্মানিত।’

এমএইচ/এটি