কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। বেশ কয়েকজন ফুটবলার ক্লাবেও ছিলেন দুর্দান্ত ফর্মে। আশা ছিল, হয়তো আর্জেন্টিনার একাধিক ফুটবলার জায়গা পাবেন ফিফার বর্ষসেরা একাদশে। কিন্তু হয়নি সেটি।

একমাত্র লিওনেল মেসি ছাড়া আর কোনো ফুটবলারই ফিফার বর্ষসেরা একাদশে জায়গা পাননি। কোপা আমেরিকায় রানার্স আপ হওয়া ব্রাজিলের কেউও নেই ফিফার বর্ষসেরা একাদশে। সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের জুরিখে ঘোষণা করা হয় এই একাদশ।

কোপার ফাইনালিস্টদের মধ্যে কেবল একজন জায়গা পেলেও একাদশটিতে ইউরোজয়ী ফুটবলার আছেন তিনজন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়া চ্যাম্পিয়ন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা, আছেন তার সতীর্থ বনুচ্চিও।

তার সঙ্গে দুই ডিফেন্ডার ডেভিড আলাভা ও রুবেন দিয়াজ। মিডফিল্ডের তিনজনের জায়গায় আছেন ইতালি ও চেলসির জর্জিনিও, ক্লাবে তার আরেক সতীর্থ কন্তে ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা। স্ট্রাইকার হিসেবে জায়গা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হালান্ড, বায়ার্ন মিউনিখের রবার্ট লেভান্ডভস্কি ও লিওনেল মেসি।

ফিফার বর্ষসেরা একাদশ :

ডোনারুম্মা
আলাভা, দিয়াজ, বনুচ্চি
জর্জিনিও, কন্তো, ডি ব্রুইনা
রোনালদো, হালান্ড, লেভান্ডস্কি, মেসি।

এমএইচ