সুপার কোপা দে এস্পানা থেকে বিদায়ের শঙ্কাই জেগে উঠেছিল অ্যাথলেটিক বিলবাও শিবিরে। তবে সে শঙ্কা চার মিনিটের ঝড়ে পেছনে ফেলেছে গেলবারের শিরোপাজয়ীরা। প্রতিযোগিতার সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে ২-১ গোলে। এক মাদ্রিদকে হারানো গেছে, এবার ফাইনালে আরেক মাদ্রিদের মুখোমুখি হচ্ছে বাস্ক দলটি। 

শুক্রবার রাতে সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ স্টেডিয়ামে শুরুতেই অবশ্য জালের দেখা পেয়ে গিয়েছিল অ্যাটলেটিকো। তবে কোচ ডিয়েগো সিমিওনের দলকে সে যাত্রায় গোলবঞ্চিত রাখে লাইন্সম্যানের অফসাইডের পতাকা। এরপর বিরতির আগ পর্যন্ত সেই গোলের দেখা আর পায়নি দলটি, বলের দখলে পিছিয়ে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাও অবশ্য গোল পায়নি এ সময়, ফলে বিরতিতে গোলশূন্যভাবেই যেতে হয় দুই দলকে। 

শেষ কিছু দিনে নিজেদের হারিয়ে খোঁজা অ্যাটলেটিকো অবশেষে গোলের দেখা পায় ৬২ মিনিটে, যদিও তাতে ভাগ্যের ছোঁয়া ছিল বেশ। কর্নার থেকে জোয়াও ফেলিক্স দুর্বল এক হেডার নিয়েছিলেন প্রতিপক্ষ গোলমুখে, গোলরক্ষক উনাই সিমনের পিঠে লেগে তা জড়ায় জালে। তাতেই এক গোলে এগিয়ে ফাইনালের স্বপ্ন দেখছি অ্যাটলেটিকো।

সে এক গোলের লিড অবশ্য দলটি ধরে রাখতে পেরেছে সাকুল্যে ১৫ মিনিট। ৭৭ মিনিটে ইয়ারায় আলভারেজের দারুণ এক হেডারে সমতায় ফেরে বিলবাও। এর চার মিনিট পর নিকো উইলিয়ামসের গোলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস লিওনেসরা। 

গেল মৌসুমের স্প্যানিশ কাপজয়ী বার্সেলোনা আগের রাতে বিদায় নিয়েছিল। গত রাতে বিদায় নিশ্চিত হলো লিগজয়ী অ্যাটলেটিকোরও। তাতেই ফাইনালে এবার দেখা হচ্ছে বিলবাও আর রিয়াল মাদ্রিদের। বিলবাওয়ের এই শিরোপা ধরে রাখার লড়াই হবে আগামী রোববার রাতে। ভেন্যু সেই কিং ফাহাদ স্টেডিয়ামই।

এনইউ