বাফুফের ট্রায়ালে এবার নরওয়ে প্রবাসী
বাংলাদেশের হয়ে খেলার জন্য প্রবাসী ও বংশোদ্ভূত তরুণদের আগ্রহ বাড়ছে। গতকাল জাতীয় অ্যাথলেটিক্সে দ্রুততম মানব হয়েছেন ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান। আজ ফুটবলে ট্রায়াল দিয়েছেন নরওয়ে প্রবাসী সৌম্য ওসমান।
৭ জানুয়ারি নরওয়ের উদ্দেশ্যে রওনা হবেন সৌম্য। এর আগে বাফুফের কমলাপুরের ক্যাম্পে তিনি অবস্থান করবেন। আজ সাফ অ-১৫ ফুটবলের ট্রায়াল ছিল। সৌম্যর বয়স ১৫’র বেশি হলেও বাফুফের কোচিং ও টেকনিক্যাল বিভাগ তাকে ট্রায়ালে কয়েক দিন দেখে বিবেচনা করবে।
বিজ্ঞাপন
বাফুফে ট্রায়ালে কিছুটা ভিন্নতা এনেছে। আগে এক দিনেই অল্প সময়ে ট্রায়াল শেষ হতো। কিছুক্ষণের পারফরম্যান্সে একজন ফুটবলারের সেরা ও প্রকৃত যোগ্যতা অনেক সময় পাওয়া যায় না। এজন্য বাফুফে তিন দিন আবাসন ব্যবস্থা করে বিভাগ ভিত্তিক ট্রায়াল করছে এবার। প্রতি জেলা থেকে দু’জন করে আসছে। একটি ট্রায়ালে এক বিভাগ থেকে ১৬ করে আসছে। এভাবে এই মাস ব্যাপী চলবে ট্রায়াল। মাস শেষে বাফুফের কোচরা তালিকা চূড়ান্ত করবে। এই ট্রায়াল প্রক্রিয়ার প্রধান হিসেবে রয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি।
কয়েক দিন আগে সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এই বছর সাফের বয়সভিত্তিক পর্যায়ে বালক বিভাগেও খেলা রয়েছে। নারীদের পাশাপাশি বালক বিভাগেও সফল হতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কয়েক দিন ব্যাপী চলবে ট্রায়াল। সেই ট্রায়ালের উদ্বোধন করেছেন আজ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক।
একাডেমী ও ট্রায়াল কার্যক্রম নিয়ে বাফুফে সভাপতি বলেন,‘ ২০২২ সালে আমরা যে পরিকল্পনা নিয়েছি, তা হলো ট্রায়াল চলতেই থাকবে। নিয়মিত খেলার মধ্যে রাখব। কারণ আপনারা সবাই দেখেছেন, মেয়েদের দলটা আমরা যেটাকে ৪-৫ বছর ধরে অনুশীলন করাচ্ছি। তারা এশিয়াতে রেজাল্ট দিচ্ছে। এখন আমরা মনে করলাম, ছেলেদের দ্বারাও আমরা এটা শুরু করব।’
ফুটবলে অনুশীলনের বিকল্প দেখেন না এই সাবেক জাতীয় অধিনায়ক, ‘আমি আশা করি মেয়েদের নিয়ে যে সাফল্য পাওয়া গিয়েছে, ছেলেদের নিয়েও সেটি পাওয়া যাবে। ফুটবল খেলতে গেলে তিনটা জিনিসের প্রয়োজন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি প্র্যাকটিস, প্র্যাকটিস ও প্র্যাকটিস।’
অনুশীলন করতে প্রয়োজন কোচ। দক্ষ কোচ ছাড়া দক্ষ ফুটবলার পাওয়া যায় না। এএফসি বরাদ্দ কমানোয় বাফুফের প্যানেল কোচও কমে গেছে। এই প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, ‘বরাদ্দ কমানো হয়েছে। আমাদেরও কিছু কাটছাঁট করতে হবে।’ ট্রায়াল অনুষ্ঠানে আসলেও জেমি ডে’কে নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাকে। জেমি ডে’র সাথে বাফুফের সম্পর্ক এমন যেমন তিনি আছেন আবার নেই-ও। এই ব্যাপারে তিনি বলেন, ‘আমি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানকে বলব ২-৪ দিনের মধ্যে প্রেস কনফারেন্স করে বিষয়টি জানিয়ে দিতে।’
এজেড/এনইউ