ফেড কাপের শেষ আটে চট্টগ্রাম আবাহনী
চলতি ফেডারেশন কাপ নানা ঘটনার জন্ম দিচ্ছে প্রায় প্রতি দিনই। সে তুলনায় আজকের দিনটা অবশ্য বেশ নিরবই কেটেছে। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে চট্টগ্রাম আবাহনী ২-০ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। তাতেই দলটি চলে গেছে প্রতিযোগিতার শেষ আটে।
বাংলাদেশ পুলিশ দুুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে। চট্টগ্রাম আবাহনী প্রথম ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এই গ্রুপের আরেক দল পুলিশ না সাইফ স্পোর্টিং শেষ আটে খেলবে সেটা নির্ভর করছে চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং ম্যাচের ওপর। সাইফ সেই ম্যাচে ২ গোলের কম ব্যবধানে হারলে পরের পর্বে খেলবে।
বিজ্ঞাপন
ম্যাচের ২৪ মিনিটে আরিফুর রহমানের গোলে চট্টগ্রাম আবাহনী লিড নেয়। প্রথমার্ধ ১-০ গোলের লিড নিয়ে শেষ হয়। ৬০ মিনিটে দক্ষিণ আফ্রিকার তাওয়ালা গোল করলে চট্টগ্রাম আবাহনীর জয় নিশ্চিত হয়। বাংলাদেশ পুলিশ আগের ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল।
এজেড/এনইউ