ফেডারেশন কাপের প্রথম দিনেই বড় ধাক্কা। দুই ম্যাচের একটিও অনুষ্ঠিত হয়নি। প্রথম দিনে চারটি দলের মধ্যে দুটি দল খেলতে আসেনি। আরো একাধিক দলের না খেলার সম্ভাবনা আছে। এমন পরিস্থিতিতেও টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।

আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে সালাম মুর্শেদী বললেন, ‘টুর্নামেন্ট তার স্বাভাবিক গতিতে চলবে। যারা খেলতে আসেনি তাদের ব্যাপারে ডিসিপ্লিনারী কমিটি সিদ্ধান্ত নেবে।’

আজ ‘এ’ ও ‘বি’ গ্রুপের একটি করে দল আসেনি। ‘ডি’ গ্রুপের দল মুক্তিযোদ্ধা সংসদ না খেলার কথা জানিয়েছে। সেক্ষেত্রে ‘সি’ গ্রুপে একমাত্র তিন দল থাকে। একটি করে দল না আসায় দলগুলো সরাসরি কোয়ার্টারে চলে যাচ্ছে। এই প্রসঙ্গে সালাম মুর্শেদী বলেন, ‘কে সামনে খেলবে কি খেলবে না আমাদের জানা নেই। যারা আসবে তাদের নিয়েই খেলা হবে।’ 

১২ দলের মধ্যে ২ দল আসেনি। আরো একাধিক দল টুর্নামেন্ট নাও খেলতে পারে। এখানে ফেডারেশনের সমন্বয়হীনতার দায় দেখছেন না সালাম মুর্শেদী, ‘যে কোনো টুর্নামেন্টের আগে পিটিআই (পার্টিসিপিশন টার্মস অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষর করতে হয়। ১২ টি ক্লাবই করেছে। লিগ কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ কমলাপুর স্টেডিয়ামে হবে। এখন কোনো ক্লাব যদি না খেলার সিদ্ধান্ত দেয় সেটা তাদের একান্ত সিদ্ধান্ত।’

আজ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর। দল না আসায় আনুষ্ঠানিক কোনো উদ্বোধন হয়নি এবং প্রধান অতিথিও আসেননি। দ্বিতীয় ম্যাচের পর টুর্নামেন্টের উদ্ভোট পরিস্থিতি নিয়ে কমলাপুর স্টেডিয়ামে সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন সালাম মুর্শেদী। এ সময় তার পাশে ফেডারেশনের আরো অনেকেই উপস্তিত ছিলেন।

এজেড