চোর-পুলিশ খেলে সময় কাটালেন আবাহনীর ফুটবলাররা!
ফেডারেশন কাপের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও এক দল মাঠে আসেনি। ঢাকা আবাহনী খেলার জন্য এলেও তাদের প্রতিপক্ষ উত্তর বারিধারা খেলতে আসেনি।
নিয়মানুযায়ী মাঠে প্রবেশ করে আবাহনী। আকাশী-নীলদের একাদশ মাঠে নামে। তারা ১৫ মিনিট অলস সময় চোর পুলিশ খেলে সময় কাটায়! দশ খেলোয়াড় গোল হয়ে থাকে। একজন বৃত্তের মধ্যে থেকে বল স্পর্শের চেষ্টা করেন। যার পা থেকে বল ধরা পড়ে, সে মাঝে আসে।
বিজ্ঞাপন
জীবন, কলিন্দ্রেস, গোলরক্ষক সোহেলসহ আরো অনেকেই বৃত্তের মাঝে থেকে বল ধরার চেষ্টা করেছেন। কিছুক্ষণ খাটুনির পর বল স্পর্শ করলে উল্লাসে মেতেছেন স্পর্শকারী।
আবাহনীর ম্যাচ হবে না। এটা জেনেও আবাহনীর খেলা দেখতে গ্যালারিতে এসেছিলেন কয়েকজন দর্শক।
এজেড