বার্সেলোনার দুর্দশার মাঝেই নিয়েছেন দায়িত্ব। জাভি হার্নান্দেজ এরপর বোধ হয় টের পেয়েছেন কাজটা কতটা কঠিন। লা লিগায় পয়েন্ট টেবিলের সেরা চারের আশেপাশেও নেই বার্সা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়ে তারা নেমে গেছে ইউরোপা লিগে। 

শনিবার রাতে অবশ্য এলচের বিপক্ষে জয় পেয়েছে বার্সা। তবে সেটার জন্যও বেশ লড়াই করতে হয়েছে। ৩-২ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে তারা। এই ম্যাচের পরই জাভি বলেছেন, তিনি ১১ বছর বয়সে লা মাসিয়াতে থেকে যা শিখেছেন তা নাকি জানেন এই দলের অনেকে।

জাভি বলেছেন, ‘আমরা বার্সেলোনার খেলার মডেলটা হারিয়ে ফেলেছি সেটা ফিরিয়ে আনতে হবে। আমি এখানে ছয় বছর ছিলাম না আর টেকটিক্যাল কিছু ব্যাপার আমাকে অবাক করেছে। এখানে ছিলাম না তাই জানি না কে এটার জন্য দায়ী, কিন্তু এটা কাজটা কঠিন করে দিয়েছে আমাদের জন্য।’

‘বেশির ভাগ খেলোয়াড়ই পজিশনাল খেলাটা বুঝে না। কিছু জিনিস আছে যেগুলো আমি ১১ বছর বয়সে শিখেছি আর এখন আমাদের দলে এমন খেলোয়াড় আছে যারা এটা বুঝে না।’

১৭ ম্যাচে ৭ জয়, ৬ হার ও ৪ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে বার্সেলোনা। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হলেও লম্বা পথ পাড়ি দিতে হবে তাদের। এলচের বিপক্ষে ম্যাচের পারফরম্যান্সে খুব বেশি খুশি না হলেও তিন পয়েন্ট পাওয়ায় সন্তুষ্ট জাভি।

তিনি বলেছেন, ‘আমরা নিজেরাই নিজেদের কাজটাকে কঠিন করে ফেলেছি। এলচে আমাদের ভুলগুলোকে কাজে লাগিয়েছে, যেটা হতে পারে না। আমাদের শিখতে হবে ও আরও দায়িত্বশীল হতে হবে। আমি কিছুটা রাগান্বিত ছিলাম কারণ আমি খেলাটা জিতব না এটা ভাবতে পারছিলাম না। কিন্তু এই অবস্থায় আমরা গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়েছি।’

এমএইচ/এটি