লা লিগায় বার্সেলোনা এখন আছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে। খুব তাড়াতাড়িই যে উন্নতি হবে, বলা যাচ্ছে না সেটিও। কিছুদিন আগেই ম্যারাডোনা কাপে হেরেছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়রসের কাছেও। কিন্তু বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ এরপরও বলেছেন, লিগ জয়ের দৌড়ে আছেন তারা।

এ নিয়েই শনিবার জানতে চাওয়া হয়েছিল রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির কাছে। এক ম্যাচ বেশি খেলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সেভিয়ার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে তার দল। এখন তাই বার্সেলোনাকে নিজেদের সরাসরি প্রতিপক্ষ হিসেবেই মানছেন না আনচেলত্তি।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বার্সেলোনা এখন আর আমাদের সরাসরি প্রতিদ্বন্দ্বী না। কারণ সেভিয়া বা বেটিসের কাছাকাছিও নেই তারা। কিন্তু তাদের ওই মানটা আছে আবার টেবিলের উপরের দিকে আসার। আমি যদি বার্সেলোনা কোচ হতাম, তাহলে জাভি যেটা বলেছে সেটাই বলতাম।’

সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ ধরে অপরাজিত আছে রিয়াল মাদ্রিদ। শেষ ১০ ম্যাচের কোনোটিতেই হারেনি তারা। আগামী রোববার কাদিজের বিপক্ষে খেলতে নামবে তারা। যদিও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বেশ কয়েকজন তারকাকে ছাড়াই খেলতে নামতে হবে রিয়াল মাদ্রিদকে।

চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে প্রথমে বেনফিকাকে পেলেও পরে প্রতিপক্ষ হিসেবে রিয়াল পেয়েছে পিএসজিকে। এ নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘ড্রয়ের ঘটনা দুর্ভাগ্যজনক। কিন্তু এ নিয়ে আরও পরে ভাবব। তবে ম্যাচটা খুব কঠিন আর রোমাঞ্চকর হবে। ইউরোপের অন্যতম সেরা এক দলের সঙ্গে খেলাটা উত্তেজনাকর এবং আমাদের পরীক্ষা নেবে।’

এমএইচ