হোক প্রীতি ম্যাচ, আরও একটা হারের কবলেই পড়েছে বার্সেলোনা। প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার সম্মানে আয়োজিত ম্যারাডোনা কাপে দলটি বোকা জুনিয়র্সের পেনাল্টি শ্যুটআউটে হেরেছে ৪-২ ব্যবধানে। তবে এই হারের পরেও খুশি দলটির কোচ জাভি হার্নান্দেজ।

কিংবদন্তি ম্যারাডোনার পায়ের ছাপ পড়েছে ন্যু ক্যাম্পে। পড়েছে বোকা জুনিয়র্সের মাঠ লা বম্বোনেরাতেও। দুই দলের জার্সি গায়ে চড়িয়েই এক সময় খেলেছেন তিনি। সাবেক খেলোয়াড়কে সম্মান দেখাতেই গত রাতে সৌদি আরবের কিং সউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। 

গোলশূন্য প্রথমার্ধের পর ফেরান ইয়ুতলার গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। তবে ৭৭ মিনিটে এজেকিয়েল জেবায়োসের গোলে সমতা ফেরায় বোকা। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। সেখানেই বোকা জেতে ৪-২ গোলে। 

এর ফলে বার্সা চলতি মৌসুমে আরও এক হারের কবলে পড়ল। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইউরোপা লিগে নেমে যায় দলটি। লিগেও আছে অষ্টম অবস্থানে। 

বোকার অবস্থাও খুব একটা ভালো নয়। আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনে দলটি চতুর্থ হয়ে শেষ করেছে প্রতিযোগিতা। চিরপ্রতিদ্বন্দ্বী রিভারপ্লেট থেকে ১৩ পয়েন্টে পিছিয়ে থেকে শেষ করেছে মৌসুম। সেই বোকার কাছেই হেরেছে বার্সা।

এই হারের পরও বার্সা কোচ অবশ্য অখুশি নন। কারণ হিসেবে জাভি জানালেন, ‘যারা কম খেলার সুযোগ পায়, যেমন নেতো, রিকি (পুজ), তারা আজ ভালো মানের খেলা দিয়েছে। তরুণরা ভালো করছে, আত্মবিশ্বাস নিয়ে খেলেছে। এমনকি ভিন্ন পজিশনে খেলেও, যেমন ডেস্ট। নতুন জায়গাতেও তারা ভালোভাবেই কাজটা সামলেছে। এ কারণে পেনাল্টিতে হেরেও আমরা খুশি। পেনাল্টিতে হারাটা গুরুত্বপূর্ণ নয়, খেলোয়াড়দের মিনিট পাওয়াই গুরুত্বপূর্ণ’

তবে এই ম্যাচ দিয়ে পুনরাভিষেক হয়েছে দলটির কিংবদন্তি রাইটব্যাক দানি আলভেসের। তাকে নিয়ে জাভির মূল্যায়ন, ‘দানিকে ফেরত পাওয়াটা দলের জন্য ইতিবাচক। সবাই দেখেছে, সে আমাদের অনেক সাহায্য করেছে। সে দারুণ খেলোয়াড়, টিম স্পিরিট, চারিত্রিক দৃঢ়তা দিয়ে ও আমাদের সাহায্য করবে।’

এনইউ/এটি