বর্ষসেরার দৌড়ে মেসি-রোনালদো
দুবাই গ্লোব ফুটবল অ্যাওয়ার্ডের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। আয়োজনের ১২তম সংস্করণের জন্য মনোনয়ন পেয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপে, রবার্ট লেভান্ডভস্কি, করিম বেনজেমা, মোহাম্মদ সালাহ। আগামী ২৭ ডিসেম্বর দুবাইয়ের আরমানি হোটেলের আরমানি প্যাভিলিয়নে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।
এবার ১২টি ক্যাটাগরিতে দেওয়া হবে এই পুরস্কার। বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পাশাপাশি ট্রফি তুলে দেওয়া হবে বর্ষসেরা নারী ফুটবলারের হাতে। বছরের সেরা জাতীয় দলে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইতালি সঙ্গে আছে মরক্কোর নাম। সেরা কোচ হওয়ার দৌড়ে মনোনয়ন পেয়েছেন দিদিয়ের দেশম, হ্যান্সি ফ্লিক, পেপ গার্দিওলা, রবার্তো মানচিনি, লিওনেল স্কালোনি ও টমাস টুখেল। সমর্থকদের জন্য সুযোগ থাকছে ভোট দেওয়ার।
বিজ্ঞাপন
এক নজরে দেখে নেওয়া যাক কোন ক্যাটাগরিতে কারা মনোনয়ন পেয়েছেন-
পুরুষ ফুটবলার: করিম বেনজেমা, রবার্ট লেভান্ডোস্কি, কিলিয়ানন এমবাপে, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহ।
নারী ফুটবলার: লুসি ব্রোঞ্জ, জেনিফার হারমোসো, সামান্থা কের, লিকে মার্টেনস, অ্যালেক্স মরগান ও অ্যালেক্সিয়া পুটেলাস।
সেরা ক্লাব (পুরুষ): আল আহলি, আল হিলাল, অ্যাটলেটিকো মাদ্রিদ, চেলসি, ফ্ল্যামেঙ্গো ও ম্যানচেস্টার সিটি।
সেরা ক্লাব (নারী): বার্সেলোনা, বায়ার্ন মুনচেন, চেলসি, ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ট জার্মেই
সেরা ডিফেন্ডার: ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, সিজার আজপিলিকুয়েটা, লিওনার্দো বোনুচি, জর্জিও চিইলিনি, রুবেন ডায়াস ও আন্তোনিও রুডিগার।
সেরা গোলরক্ষক: থিবো কোর্তোয়া, জানলুইজি দন্নারুম্মা, এমিলিয়ানো মার্টিনেজ, এডোয়ার্ড মেন্ড ও, ম্যানুয়েল নয়ার।
সেরা কোচ: দিদিয়ের দেশম, হ্যান্সি ফ্লিক, পেপ গার্দিওলা, রবার্তো মানচিনি, লিওনেল স্কালোনি ও টমাস টুখেল।
সেরা জাতীয় দল: আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইতালি ও মরক্কো।
সেরা এজেন্ট: জোনাথন বার্নেট, জর্জ মেন্ডেস, ফেদেরিকো পাস্তোরেলো, মিনো রাইওলা ও পিনি জাভি।
ক্রীড়া পরিচালক: পিয়েরো অসিলিও, লুইস ক্যাম্পোস, বেগিরিস্টেন মুজিকা, রবার্তো ওলাব ও মার্ক ওভারমারস।
টিকটক ভক্তদের সেরা খেলোয়াড়: করিম বেনজেমা, রবার্ট লেভান্ডভস্কি, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহ।
টিআইএস/এটি