ভুলের কারণে আবার হবে চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর ড্র
নাটক! নাটক!
বাতিল হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র। বাংলাদেশ সময় রাত আটটায় আবারও অনুষ্ঠিত হবে এবারের ড্র। সোমবার বিকেল পাঁচটায় হওয়া প্রথম ড্র-তে শেষ ষোলোয় দেখা হওয়ার কথা ছিল পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের। এমনটা হলে দেখা হতো লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। নতুন ড্র-তে কি দেখা হবে তাদের?
বিজ্ঞাপন
এক বিবৃতিতে ইউয়েফা জানিয়েছে, ‘উপস্থাপকদের কাছে পাঠানো কোন দল কার মুখোমুখি হতে পারবে এই সম্পর্কিত বার্তায় একটি টেকনিক্যাল ভুল হয়েছে। এর প্রেক্ষিতে আগের ড্র বাতিল করা হয়েছে, এটি আবার নতুন করে হবে।’
কী ভুল করেছে ইউয়েফা?
সবকিছু ঠিকঠাক ছিল রিয়াল মাদ্রিদ-বেনফিকার ড্র পর্যন্ত। কিন্তু এরপরই ঝামেলা তৈরি হয়। ভিয়ারিয়ালের প্রতিপক্ষ হিসেবে পট থেকে ম্যান ইউনাইটেডের নাম তোলা হয়েছিল। কিন্তু গ্রুপ পর্বে দুই দল একই গ্রুপে ছিল, তাই হিসাবে এটি আসার কথা নয়।
আবার অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে পটে ম্যানচেস্টার সিটির নাম থাকার কথা ছিল। কিন্তু পরে ইউয়েফা নিশ্চিত করেছে, সেটি ছিল না। তাই আবারও অনুষ্ঠিত হবে ড্র।
আগের ড্রয়ে কে কার প্রতিপক্ষ ছিল
রিয়াল মাদ্রিদ- বেনফিকা
ম্যানচেস্টার সিটি- ভিয়ারিয়াল
বায়ার্ন মিউনিখ -অ্যাটলেটিকো
লিভারপুল -সালজবুর্গ
আয়াক্স- ইন্টার মিলান
জুভেন্টাস- স্পোর্টিং লিসবন
লিল-চেলসি
ম্যানচেস্টার ইউনাইটেড-পিএসজি
এমএইচ