বিবর্ণ মেসিদের নিয়ে ভাবনা নেই পচেত্তিনোর
আগের ম্যাচে হেরেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে পিএসজির। তবে তাই বলে শেষ ম্যাচে কিছুতেই সুতোয় ঢিল দিতে চায় না দলটি। কোচ মরিসিও পচেত্তিনো জানাচ্ছেন, তিন পয়েন্টের জন্য নামবে তার দল। তবে দল শেষ কিছুদিনে ছন্দে নেই আদৌ। লিগ থেকে টানা দুই ম্যাচে ড্র করে এখানে এসেছেন লিওনেল মেসিরা। তবে এ নিয়ে ভাবনা নেই আর্জেন্টাইন এই কোচের।
আজ মঙ্গলবার রাতে ঘরের মাঠে পিএসজির প্রতিপক্ষ ক্লাব ব্রুগা। নিয়মরক্ষার দ্বৈরথ হলেও লিওনেল মেসিদের কাছে এই ম্যাচের তাৎপর্যই আলাদা। শেষ কিছুদিনে একেবারেই ছন্দে নেই দল। তার ওপর এই ব্রুগার বিপক্ষে আগের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল প্যারিসিয়ানরা। এ বার তাই যে কোনো মূল্যে জিততে চায় পিএসজি।
বিজ্ঞাপন
ঘরের মাঠে এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ঘুরে ফিরেই এলো দলের ফর্মের কথা। তবে পচেত্তিনো একে দেখছেন একটা প্রক্রিয়ার অংশ হিসেবেই। বলছেন, ‘আমার ভালোই লাগছে। একটা কাঠামো নিয়ে কাজ করছি যাতে ক্লাব আর খেলোয়াড়দের সমর্থন পাচ্ছি। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি যা ধীরে ধীরে গড়ে উঠছে, যা মাঠে তৈরি হচ্ছে, দলের একটা নিজস্ব স্টাইল গড়ে উঠছে। সঠিক ভারসাম্যটা খুঁজে বের করতে সময় লাগবেই।’
মাঝে বেশ কিছু ম্যাচে পয়েন্ট হারিয়েছে দলটি। সিটির কাছে সবশেষ ম্যাচেই হেরে বসেছে পিএসজি। তবে এ নিয়ে উতলা হওয়ার কিছু দেখছেন না পিএসজি কোচ। পচেত্তিনোর ভাষ্য, ‘আমি শান্ত আছি। কারণ আমি অনুভব করছি, প্রক্রিয়াটা ঠিক পথেই এগোচ্ছে। অনেক চড়াই উতরাই থাকবে, আমাদের ধারণাগুলোকে আরও বেশি উন্নত করতে হবে, আর পথে বাধা দেওয়ার মতো দল থাকবেই। কিন্তু আমি ভালোই বোধ করছি।’
সেই প্রক্রিয়ার মাঝেই ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে বেলজিয়ান ক্লাব ব্রুগার মুখোমুখি দল। কী প্রত্যাশা থাকবে এই ম্যাচে? পচেত্তিনো জানালেন, ‘তারা ইউরোপা লিগের দৌড়ে আছে। তাই আমার মনে হচ্ছে ম্যাচটা ঠিক সময়েই পেয়েছি আমরা। এ ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট আশা করছি।’
এনইউ