ফুটবল পায়ের খেলা। তাদের অনেকেরই পা নেই। এরপরও এক পা দিয়ে বল নিয়ে কারিকুরি করার চেষ্টা। এক হাতে লাঠি ভর দিয়ে এক পা দিয়ে বল মারার চেষ্টা। আবার অনেকে দুই হাত ভর দিয়ে লাফিয়ে উঠে হেডও করছেন। খানিকের জন্য ভুলে গিয়েছিলেন নিজেদের শারীরিক প্রতিবন্ধকতা।

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিবন্ধী যুবকদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ ও আলোচনা সভার আয়োজন করে। এই বৃষ্টির মধ্যেও রাজধানী ও রাজধানীর আশেপাশে অনেক জায়গা থেকে অনেক প্রতিবন্ধী যুবক এসেছিলেন।
 
শীতের আবহ। এর মধ্যে আবার বৃষ্টি। নাগরিক জীবনে খানিকটা ব্যঘাত। সেই দিন ফুটবল নিয়ে আনন্দে মেতে উঠলেন অনেক প্রতিবন্ধী তরুণ। জীবনটাই যাদের ব্যঘাত দিয়ে তাদের কাছে শীত আর বৃষ্টি কি ব্যঘাত হয়ে দাঁড়াতে পারে। 

বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে বল নিয়ে মেতে উঠেন আনন্দে। বৃষ্টির তীব্রতা বেশি হলে ভবনের নিচে বল নিয়ে খেলছিলেন অনেকে। বল নিয়ে খেলা শেষে ভবনের তৃতীয় তলায় আলোচনায় অংশ নেন তারা।
 
এজেড/এমএইচ