সপ্তম ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। পাঁচ ব্যালন ডি’অর জেতা রোনালদোকে পেছনে ফেলেছেন আরও এক ধাপ। তবে আর্জেন্টাইন ফুটবলারের ব্যালন ডি’অর জেতা মেনে নিতে পারছেন না অনেকে। বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভান্ডভস্কির সঙ্গে অন্যায় করা হয়েছে বলে মনে করেন তারা।

তবে তেমন মনে করেন না বার্সেলোনার বর্তমান কোচ ও মেসির সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজ। মেসির ব্যালন ডি অর জেতার রাতে পুরস্কার জিতেছেন বার্সেলোনার দুজনও। অ্যালেক্সিয়া পুটিলেস জিতেছেন মেয়েদের ব্যালন ডি’অর, পেদ্রি জিতেছেন কোপা ট্রফি। এই দুজনকেও অভিনন্দন জানিয়েছেন জাভি।

তিনি বলেছেন, ‘প্রথমে আমি যেটা করতে চাই, অ্যালেক্সিয়া পুটিলেসকে অভিনন্দন জানাতে চাই। কোপা ট্রফি জেতার জন্য পেদ্রিকেও। মেসির ব্যালন ডি’অর জেতা ফুটবলের ন্যায়বিচার। আমরা হয়তো ভাবতে পারি অন্য কেউ এটা পেতে পারতো। কিন্তু যখন তারা খাম খুলেছে এবং বলেছে মেসি জিতেছে, এটা ন্যয়সঙ্গতভাবেই।’

ভবিষ্যতে মেয়েদের ক্লাবের কোচ হতে পারেন। এমন ইঙ্গিতও দিয়েছেন জাভি, ‘এটা গত কয়েক বছরে খুব ভালোভাবে বেড়ে উঠেছে। তারা টেকটিক্যাল ও টেকনিক্যাল দিক থেকে অনেক উন্নতি করেছে। আমার পূর্ণ সম্মান আছে তাদের প্রতি। আমি অনেকগুলো খেলা দেখেছি। আমার পছন্দ হয়েছে, আমি অনেক প্রতিভাবান খেলোয়াড় দেখেছি। ভবিষ্যতে মেয়েদের কোচিং করানোর সম্ভাবনা শেষ হয়ে যায়নি।’

নিজের বর্তমান দায়িত্ব নিয়ে বলেছেন, ‘বার্সেলোনা পৃথিবীর সবচেয়ে কঠিন ক্লাব। কিউলস ও কাতালানরা অনেক কিছু প্রত্যাশা করে। কেবল জয়টাই আমাদের জন্য যথেষ্ট না, আমাদের ভালোও খেলতে হবে। ভিয়ারিয়ালের বিপক্ষে জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। যদিও আমরা জানি কিছু জায়গায় ভালো ছিলাম না। আমাদের কাছে বলও ছিল না।’

এমএইচ