চলমান স্বাধীনতা কাপে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল শেখ রাসেল ক্রীড়া চক্র। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে শেখ রাসেল ২-০ গোলে বাংলাদেশ বিমানবাহিনীকে হারায়। টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে পুরো টুর্নামেন্টে সবার আগে শেষ আটে কোচ সাইফুল বারী টিটুর দল। 

দিনের প্রথম ম্যাচে শেখ জামাল উত্তর বারিধারার বিপক্ষে গোলশুন্য ড্র করে। দিনের দ্বিতীয় ম্যাচে অবশ্য তেমন চমক কিছু ঘটেনি। শেখ রাসেল বিমানবাহিনীর বিপক্ষে কাঙ্খিত জয় তুলে নেয়। ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে লিড নেয় টিটুর দল। 

৮ মিনিটে ম্যাচে গোলের সূচনা করেন রাসেলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলিটন মাচাডো। ১৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর দুই দলই গোলের চেষ্টা করে ব্যর্থ হয়। ফলে ২-০ স্কোরলাইনে ম্যাচ শেষ হয়। 

অন্যদিকে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ বিমানবাহিনী। বি  গ্রুপের শেষ ম্যাচে লড়বে শেখ রাসেল ও জামাল। পরবর্তী রাউন্ডে যেতে হলে জামালের ড্র হলেই যথেষ্ট।  গ্রুপের অন্য ম্যাচে উত্তর বারিধারা বিমানবাহিনীকে হারালে চার পয়েন্ট হবে। শেষ ম্যাচে শেখ জামাল শেখ রাসেলের কাছে হারলে তখন রাসেল গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং  গ্রুপ রানার্স আপ হিসেব জামাল ও বারিধারার মধ্যে।

এজেড/এমএইচ