একসময় ‍দুজন ছিলেন গুরু ‍ও শিষ্য। বুধবার রাতে লিওনেল মেসি ও পেপ গার্দিওলা মুখোমুখি হবেন একে-অপরের। গার্দিওলা সিটির কোচ অনেক দিন ধরেই, চলতি মৌসুম শুরুর আগে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। যেকোনো প্রতিপক্ষের জন্যই চিন্তার কারণ তিনি।

ব্যতিক্রম নয় ম্যানচেস্টার সিটির ক্ষেত্রেও। এই ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পৌঁছে যাবে তারা। সাবেক শিষ্যকে কীভাবে থামাবেন গার্দিওলা? তিনি বলেছেন, মেসিকে থামানো সম্ভব না। এমনকি বল পায়ে থাকলে মেসি কোন দিকে যাবেন, সেটি নাকি তিনি নিজেও জানেন না।

ম্যান সিটি বলেছেন, ‘এটা খুব কঠিন। অনেক সময় তার কাছে যখন বল থাকে সে নিজেও জানে এরপর সে কী করবে। অনেক খেলোয়াড় আছে যারা বলতে পারে ডানে যাবে বাঁয়ে। যখন মেসির পায়ে বল থাকে, সে নিজেও জানে না আসলে কী করবে।’

পিএসজিতে তারকার ছড়াছড়ি। এ নিয়ে গার্দিওলাও আছেন চিন্তায়। তিনি বলেছেন, ‘নেইমার, এমবাপে, ডি মারিয়া অথবা মেসি। তারা ‍পৃথিবীর যেকোনো দলের জন্য বড় তারকা হতে পারে আর এই চারজনই এখন একই দলের হয়ে খেলে।’

পিএসজির কোচ মাওরোসিও পচেত্তিনোকে নিয়েও আলোচনা অনেক। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে তিনি নাকি দায়িত্ব নেবেন ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে কখনো বড় শিরোপা না জিততে পারা এই কোচকে নিয়ে কেন এত আলোচনা? গার্দিওলা বলেছেন, বড় কোচ হতে শিরোপার প্রয়োজন সবসময় হয় না।

তিনি বলেন, ‘আপনি শিরোপা না জিতেও বড় কোচ হতে পারবেন অবশ্যই। তার শিরোপা জেতার সম্ভাবনা আছে এবং শীর্ষে উঠার, ভালো বিনিয়োগ ও অসাধারণ খেলোয়াড় থাকলে। এছাড়া জেতা অসম্ভব। এটার মানে এই না যে সেরা দলগুলোর বাইরে কেউ টেকটিকস, যোগাযোগ, দলকে নেতৃত্ব দেওয়া বা ভালো মানুষ হতে পারবে না।’

এমএইচ/এটি