দিনে দিনে ‘দেনা’ যেন বেড়েই চলেছিল। লিওনেল মেসির সেই দেনা শোধ হয়েছে অবশেষে। পিএসজির হয়ে পেয়েছেন প্রথম লিগ গোলের দেখা। নঁতের বিপক্ষে তার গোলই দলের জয় নিশ্চিত করে দিয়েছে গতকাল রাতে। 

দীর্ঘ খরার কারণেই হয়তো, মেসির গোল করার ইচ্ছাটা তীব্রতর হচ্ছিল দিনে দিনে। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় প্রকাশ পেল সেটাই। তিনি বললেন, ‘লিগ ওয়ানে নিজের প্রথম গোলটা করতে পেরে আমি অনেক খুশি। এ গোলটা আমি মনেপ্রাণে চাইছিলাম। চ্যাম্পিয়ন্স লিগে গোল করতে পারলেও এখানে পারিনি, আজ পারলাম।’

আরও পড়ুন : মেসিকে শিগগিরই ফেরানো উচিত বার্সেলোনার

লিগ ওয়ানে অভিষেকের পর থেকে এ গোলের আগ পর্যন্ত মেসি শট নিয়েছিলেন ১৯টি। তবে এর একটিও গোলের খাতায় নাম লেখাতে পারেনি। লেখাল অবশেষে গতকাল। এমন গোলের পর মেসির প্রতিক্রিয়া, ‘আগেও সুযোগ পেয়েছিলাম আমি, এই ম্যাচে, আগের ম্যাচে। কিন্তু ভাগ্য ভালো, আজ গোলটা করতে পেরেছি।’

মেসির ‘প্রথম’ গোলের বিষয়টা বাদ দিলেও গোলের গুরুত্বটা বেশ। পিএসজি ২-১ গোলে এগিয়ে ছিল, তবে ম্যাচের অনিশ্চয়তা শেষ হয়নি তখনো। হয়েছে মেসির গোলে। এ প্রসঙ্গে মেসি বলেন, ‘ম্যাচটা কঠিন হয়ে গিয়েছিল আমাদের জন্য। তবে দিনশেষে জয় পেয়েছি আমরা, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণেই আমি খুশি।’

আরও পড়ুন : শখের ‘রাজপ্রাসাদ’ কিনে মেসি রাখলেন না এক বছরও

মেসির এ গোলকে কোচ পচেত্তিনোও দেখছেন গুরুত্ব দিয়ে। বললেন, ‘মেসির গোলটা তার আত্মবিশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ। এ গোলটা তার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ তার দলের জন্যও।’

আর্জেন্টাইন তারকার পরের মিশন এবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি-বধ। আগামী ২৫ নভেম্বর পিএসজি তাদের নিজেদের মাঠে আতিথ্য দেবে পেপ গার্দিওলার দলকে। এই দলের বিপক্ষেই মেসি গোলের খাতা খুলেছিলেন পিএসজির হয়ে। সে কাজটা যে ফিরতি লেগেও করতে চাইবেন তিনি, তা বলাই বাহুল্য। 

এনইউ