সবাই চায় পিএসজি খেলা শুরুর আগেই যেন ৫-০ গোলে জেতে
তারকায় ভরা দল। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেইমার জুনিয়র থেকে শুরু করে ডি মারিয়া অথবা সার্জিও রামোস। কে নেই দলটিতে? যেকোনো পজিশনেই তারকার ছড়াছড়ি। কেবল তারকা হলেই তো হলো না। তাতে বিপত্তিও আছে।
যেটা বুঝতে পারছে প্যারিস সেইন্ট জার্মেইঁ। প্রত্যাশার পারদ আকাশ ছুঁয়েছে। এতটাই বেশি- যা নিয়ে রীতিমতো বিরক্ত পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনো। তিনি বলছেন, সবার প্রত্যাশাটা এমন হয়ে গেছে- খেলা শুরুর আগেই ৫-০ গোলে জিতে যাবে পিএসজি।
বিজ্ঞাপন
লে ইকুপকে দেওয়া সাক্ষাৎকারে পচেত্তিনো বলেছেন, ‘এই গ্রীষ্মের পর প্রত্যাশা এমন দাঁড়িয়েছে, এমনকি অনেকের ভাবনা ম্যাচের আগেই আপনাকে ৫-০ গোলে জিততে হবে। এরপর ১০ মিনিট পর যদি আপনি ৩-০ গোলে না এগিয়ে থাকেন, উফ....খুবই হতাশাজনক ব্যাপার! আমার মনে হয় এটা একটা ভুল। ফুটবলে কোনো বাধ্যবাধকতা নেই। প্রতিপক্ষও মানসম্পন্ন, তারা জানে সবকিছু কীভাবে জটিল করতে হয়।’
এত তারকার ছড়াছড়ি কি বাড়তি চ্যালেঞ্জ পচেত্তিনোর জন্যও? তিনি বলছেন, ‘এটা দারুণ একটা চ্যালেঞ্জ। কোনোভাবেই অত্যাচার না। আমাদের সাহসী হতে হবে যদি সফল হতে চাই, দ্রুত মানিয়ে নিতে হবে। আমাদের কিছু সময়ও দরকার যেটা অনেক সময় ফুটবলে থাকে না। যদি তারা আমাকে পিএসজিকে আরও বেশি গোছাতে নিজেদের ভাবনায় উন্নতির সময়টা না পাই, সেটা হবে খুবই খারাপ। আমরা হয়তো প্রথম বা শেষ হবো না। কিন্তু অবদান রাখতে পেরে খুশি।’
পচেত্তিনো আরও বলেন, ‘আমরা মানুষকে আবেগ দিয়ে ঠিক রাখার চেষ্টা করি। সবার ব্যবহার ভালো হয় না। এটা উপরে ওঠা ও নামার একটা পর্যায়। একজন খুশি, অন্যজন হয়তো ইনজুরিতে। একজন খেলছেন, অন্যজন হয়তো খেলছে না। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মাথাটাকে ঠিক রাখা আর ফর্ম ধরে রাখা।’
এমএইচ